ভারতের ওয়ানডে দলে ফিরলেন কোহলি

virat-770x428এশিয়া কাপে বিশ্রামে থাকার পর ওয়ানডে দলে ফিরলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)।

এশিয়া কাপ দলে থাকা দিনেশ কার্তিক বাদ পড়েছেন। শিরোপাজয়ী দলটির ভুবনেশ্বর কুমার ও জশপ্রীত বুমরাহকেও বিশ্রাম দেওয়া হয়েছে। টেস্টের পর ওয়ানডেতেও অভিষেকের সুযোগ পাচ্ছেন ঋষভ পন্থ।

এশিয়া কাপ দলে ডাক পেয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা রবীন্দ্র জাদেজা জায়গা ধরে রেখেছেন। টুর্নামেন্টের মাঝপথে ইনজুরিতে পড়া অক্ষর প্যাটেল ও হার্দিক পান্ডিয়া এখনও সেরে ওঠেননি। স্বাভাবিকভাবে তারা নেই দলে। তবে চোট কাটিয়ে ফিরেছেন শারদুল ঠাকুর।

আরব আমিরাতে আহামরি পারফর‌ম্যান্স করতে না পারলেও সব শঙ্কা কাটিয়ে দলে আছেন মহেন্দ্র সিং ধোনি। উইকেটরক্ষকের দায়িত্বে তিনিই থাকবেন।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি হবে ২১ ও ২৪ অক্টোবর।

প্রথম দুই ওয়ানডের দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহঅধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, মনীষ পান্ডে, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মোহাম্মদ সামি, খলিল আহমেদ, শারদুল ঠাকুর ও লোকেশ রাহুল। আইসিসির ওয়েবসাইট