রাহানে-পন্থর ব্যাটে নিরাপদে ভারত

টানা দ্বিতীয় টেস্টে হাফসেঞ্চুরি উদযাপন করলেন পন্থহায়দরাবাদ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছোটখাটো ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হলেও ভারত নিরাপদে শেষ করেছে দ্বিতীয় দিন। প্রথম ইনিংসে ক্যারিবিয়ানদের করা ৩১১ রানের জবাবে কেবল ৩ রানে পিছিয়ে স্বাগতিকরা, উইকেট আছে আরও ৬টি।

আজিঙ্কা রাহানে ও ঋষভ পন্থর প্রায় দেড়শ রানের জুটিতে শুরুর ধাক্কা সামলে উঠেছে ভারত। ৪ উইকেটে ৩০৮ রানে শনিবারের খেলা শেষ করেছে তারা।

৭ উইকেটে ২৯৫ রানে এদিন মাঠে নামে উইন্ডিজ। কিন্তু আধ ঘণ্টার মধ্যে উমেশ যাদব বাকি ৩ উইকেট তুলে নেন। দ্বিতীয় দিন কেবল ১৬ রান করেছে সফরকারীরা। ৮৮ রানে ৬ উইকেট নিয়ে সেরা বোলার উমেশ। ১৯৯৯ সালের পর প্রথম কোনও ভারতীয় ফাস্ট বোলার এক ইনিংসে ৬ বা তার বেশি উইকেট পেলেন।

প্রথম ওভারেই দেবেন্দ্র বিশুকে (২) বোল্ড করেন উমেশ। ৯৮ রানে খেলতে নেমে রোস্টন চেজ সেঞ্চুরির দেখা পান। ২০১১ সালের পর প্রথম উইন্ডিজ হিসেবে তিন অঙ্কের ঘরে পৌঁছান ১৭৬তম বলে ৭ চার ও ১ ছয়ে।

রাহানে সতর্ক ব্যাটিং করছেন১০২তম ওভারে চেজকে ১০৬ রানে বোল্ড করেন উমেশ। এই পেসার পরের বলেই শ্যানন গ্যাব্রিয়েলকে ক্যাচ বানান পন্থের।

প্রথম সেশনেই ব্যাট করতে নেমে পৃথ্বী শ ঝড় তোলেন। তার সঙ্গে ৬১ রানের জুটি গড়ে বিদায় নেন লোকেশ রাহুল, তার অবদান ছিল কেবল ৪ রান। ৫৩ বলে ১১ চার ও ১ ছয়ে ৭০ রান করে আউট হন পৃথ্বী। পরের ওভারে চেতেশ্বর পুজারা (১০) দ্রুত ফিরে যান। ১০২ রানে ৩ উইকেট হারায় ভারত।

রাহানের সঙ্গে ৬০ রানের জুটিতে এই ধাক্কা সামলে নেন বিরাট কোহলি। অধিনায়ক ৪৫ রান করে আউট হলে পন্থ উপযুক্ত সঙ্গ দেন রাহানেকে। অপরাজিত ১৪৬ রানের জুটি গড়েছেন দুজনে। ১৪২ বলে ৮৫ রানে অপরাজিত আছেন পন্থ, আর রাহানের ৭৫ রানের ইনিংস ১৭৪ বলের। ক্রিকইনফো