দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ের শেষ টি-টোয়েন্টি পরিত্যক্ত

বৃষ্টিদক্ষিণ আফ্রিকা থেকে খালি হাতে বাংলাদেশ সফর করবে জিম্বাবুয়ে। মহাদেশীয় প্রতিদ্বন্দ্বীদের কাছে টানা ৫ ম্যাচ হারের পর রবিবার শেষ টি-টোয়েন্টিতে নেমেছিল তারা। কিন্তু সান্ত্বনার জয়ে এই সফর শেষ করার আশা ভেস্তে গেছে তাদের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার পর প্রথম দুটি টি-টোয়েন্টি জিতে সিরিজ নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচ জিম্বাবুয়ানদের জন্য ছিল হোয়াইটওয়াশ এড়ানোর। কিন্তু বেনোনিতে ভারী বৃষ্টির কারণে মাঠে নামা তো দূরের কথা, টসও হয়নি।

ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পরও বৃষ্টি না থামায় আম্পায়াররা পরিত্যক্ত ঘোষণা করেন। এতে ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করে প্রোটিয়ারা।

সিরিজের সেরা হয়েছেন ইমরান তাহির।

দক্ষিণ আফ্রিকা থেকে আগামী বুধবার বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে। এই সফরের ভুলগুলো শুধরে মাশরাফিদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা। ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজা বলেন, ‘আমাদের ফিল্ডিং ভালো ছিল, তবে অসাধারণ বোলিং পারফরম্যান্স হয়েছে আমাদের। কিন্তু ব্যাটিংটা এই সফরে আমাদের ভুগিয়েছে। বাংলাদেশে যাওয়ার আগে আমরা এই ভুলগুলো সংশোধন করব। টপ অর্ডারের তিন-চারজন ব্যাটসম্যান ভালো ভিত গড়তে পারছে না, তাতে আমরা বিপদে পড়ছি। বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে দ্রুত আমাদের মানিয়ে নিতে হবে। কারণ ৫ থেকে ৬ দিন পরই খেলা, সময় খুব অল্প।’