জাবিদের ব্যাটে ঢাকা মেট্রোর স্বস্তি

Walton20181002104218মাত্র ৯৯ রান করতেই ৪ উইকেট হারায় ঢাকা মেট্রো। ফিল্ডিং নিয়ে দারুণ শুরুতে চট্টগ্রাম যখন স্বস্তিতে, তখন হাল ধরলেন জাবিদ হোসেন। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের হাফসেঞ্চুরিতে জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে লড়াই করছে মেট্রো।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৬৬ রান করেছে মেট্রো।

হাসান মাহমুদের কাছে মেট্রো প্রথম দুই উইকেট হারানোর পর মোহাম্মদ আশরাফুল মাঠে নামেন। ২০টি বল খেলেও রানের খাতা না খুলে বিদায় নেন তিনি মুমিনুল হকের কাছে রান আউট হয়ে। এক ওভার বিরতি দিয়ে চতুর্থ উইকেট হারায় মেট্রো।

ধুঁকতে থাকা দলকে শেষ পর্যন্ত পথে আনেন জাবিদ। ৫০ রানে দলীয় ১০১ রানে রিটায়ার্ড হার্ট হয়ে শামসুর রহমান মাঠ ছাড়লে হাল ধরেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। সৈকত আলীর সঙ্গে ৪১ রানের জুটি গড়েন জাবিদ।

শরিফউল্লাহর সঙ্গে তার ৭৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় মেট্রো। ৪৫ রানে শরিফউল্লাহ বিদায় নিলে তাসকিন আহমেদের সঙ্গে ৫০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন জাবিদ। ৭২ বলে প্রথম শ্রেণির ক্রিকেটে তৃতীয় হাফসেঞ্চুরি করেছেন তিনি। তার অপরাজিত ৭৯ রানের ইনিংস সাজানো ১৪৯ বলের। ২১ রানে অপরাজিত আছেন তাসকিন।

হাসান ও শাখাওয়াত হোসেন দুটি করে উইকেট নেন চট্টগ্রামের পক্ষে।

এদিন কক্সবাজারে ঢাকা ও সিলেটের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।