বগুড়ায় বোলারদের দিনে ব্যাটিংয়ে উজ্জ্বল তাসামুল

৩৪ রান করে আউট মুমিনুলজাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডে বগুড়ায় দ্বিতীয় দিন উৎসব করেছেন বোলাররা। তারই মাঝে ব্যাটিং স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছেন তাসামুল হক। ঢাকা মেট্রোর বিপক্ষে দ্বিতীয় স্তরের ম্যাচে তার সহনশীল ব্যাটিংয়ে প্রতিরোধ গড়েছে চট্টগ্রাম।

ঢাকা মেট্রোকে ২৮৭ রানে অলআউট করে প্রথম ইনিংসে ৬ উইকেটে ১৮৭ রানে দ্বিতীয় দিন শেষ করেছে চট্টগ্রাম।

৭৯ রানে জাবিদ হোসেন ও ২১ রানে তাসকিন আহমেদ মঙ্গলবার ক্রিজে নামেন। মেট্রোর স্কোর তখন ৬ উইকেটে ২৬৬ রান। ১০ ওভার কোনও উইকেট না হারিয়ে বীরদর্পে এগিয়ে যাচ্ছিলেন দুই ব্যাটসম্যান। কিন্তু ১১তম ওভারের শেষ বলে জাবিদকে সেঞ্চুরি না হওয়ার আক্ষেপে পোড়ান মেহেদী হাসান রানা।

৯০ রান করে আউট হন জাবিদ, তার ১৮৩ বলের ইনিংস সাজানো ছিল ১০টি চারে। এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের বিদায়ে শুরু হয় বড় ধস। মেট্রো তাদের শেষ ৪ উইকেট হারায় ৩ রানের ব্যবধানে।

নাঈম ইসলাম এদিন নেন ২ উইকেট, প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়ে তিনি চট্টগ্রামের সেরা বোলার। দুটি করে উইকেট নেন মেহেদী, হাসান মাহমুদ ও শাখাওয়াত হোসেন।

দ্রুত মেট্রোকে গুটিয়ে দিলেও সুবিধা করতে পারেননি চট্টগ্রামের ব্যাটসম্যানরা। মুমিনুল হক ও পিনাক ঘোষের ৪৫ রানের দ্বিতীয় উইকেট জুটির পর বিপর্যয়ের মুখোমুখি হয় তারা। তাসকিনের জোড়া আঘাতে ১৩৫ রানে ৬ উইকেট হারানো চট্টগ্রামকে উদ্ধার করেন তাসামুল।

মেহেদীর সঙ্গে ৫২ রানের অপরাজিত জুটিতে দিন শেষ করেছেন তাসামুল। ১৪৪ বলে ৯ চার ও ১ ছয়ে ৮১ রানে অপরাজিত তিনি। ১৫ রানে অন্য প্রান্তে খেলছেন মেহেদী। তার আগে মুমিনুল ৩৪ ও ইয়াসির আলী ২৯ রান করেন।

তাসকিন ৩ উইকেট নেন। শহীদুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল ও আরাফাত সানি পান একটি করে উইকেট।