পাকিস্তানকে উদ্ধারের পর ফখর-সরফরাজের আক্ষেপ

অভিষেক টেস্ট মাতালেন ফখরইমাম উল হক ছিটকে যাওয়ায় অভিষেক হওয়া ফখর জামান দারুণ এক ইনিংস খেললেন। নাথান লায়নে বিধ্বস্ত পাকিস্তানকে টেনে তুললেন অধিনায়ক সরফরাজ আহমেদকে সঙ্গে নিয়ে। কিন্তু আফসোস নিয়ে মাঠ ছাড়লেন দুজনে। আক্ষেপটা মাত্র ৬ রান করতে না পারার।

পাকিস্তানকে ২৮২ রানে অলআউট করার পর ২০ রানে ২ উইকেট হারিয়ে দিন শেষ করেছে অস্ট্রেলিয়া।

আবুধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে মিচেল স্টার্ক ফেরান দুবাইয়ের সেঞ্চুরিয়ান মোহাম্মদ হাফিজকে। এই ধাক্কা তেমন গায়ে লাগেনি পাকিস্তানের। ফখর ও আজহার আলীর পঞ্চাশ ছাড়ানো জুটিতে ওই ক্ষত সেরে ওঠে।

কিন্তু লায়ন তার চতুর্থ ও পঞ্চম ওভারে বিধ্বংসী বোলিং করলেন। আগের তিন ওভারে কোনও রান না দেওয়া এই অসি স্পিনার ৬ বলে নেন ৪ উইকেট!

দলীয় ৫৭ রানে কোনও রান যোগ না করেই চার ব্যাটসম্যানকে হারায় পাকিস্তান। খাদে পড়তে যাওয়া দলকে উদ্ধার করেন ফখর ও সরফরাজ। তাদের ১৪৭ রানের দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান।

সরফরাজ আহমেদের ব্যাটে ঘুরে দাঁড়ায় পাকিস্তান৯০ বলে ক্যারিয়ারের প্রথম টেস্টে হাফসেঞ্চুরি পান ফখর। কিন্তু সেটাকে সেঞ্চুরিতে পরিণত করতে পারেননি এই ওপেনার। মার্নাস ল্যাবুশ্যাগনের কাছে এলবিডাব্লিউ হন। তার ১৯৮ বলে ৯৪ রানের ইনিংস সাজানো ছিল ৮ চার ও ১ ছয়ে।

তারপর দলকে এগিয়ে নিতে থাকেন সরফরাজ। বিলাল আসিফ ১২ রানে ফিরে যাওয়ার পর ইয়াসির শাহের সঙ্গে জুটিতে সেঞ্চুরির হাতছানি পাচ্ছিলেন তিনি। লং অফ দিয়ে ছয় মেরে একশ রান করতে চেয়েছিলেন অধিনায়ক। কিন্তু সিদ্ধান্তটা ছিল ভুল। অনেক উঁচু দিয়ে মারতে গিয়ে মিড অফে পিটার সিডলের চমৎকার ক্যাচে ফিরতে হয় তাকে। এই গুরুত্বপূর্ণ উইকেটও নেন ল্যাবুশ্যাগনে। ১২৯ বলে ৭ চারে ৯৪ রান করেন সরফরাজ।

শেষ দুই উইকেটে পাকিস্তান খুব বেশি রান করতে পারেনি। ইয়াসিরের ২৮ ও মোহাম্মদ আব্বাসের ১০ রান অবদান রাখে।

লায়ন ৪ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলিং পারফরম্যান্স করেন। তিনটি নেন ল্যাবুশ্যাগনে। স্টার্ক পান ২ উইকেট।

জবাব দিতে নেমে মোহাম্মদ আব্বাসের বোলিং তোপে পড়ে অস্ট্রেলিয়া। এই ডানহাতি ফাস্ট বোলার দিনের শেষ দুই ওভারে উসমান খাজা ও সিডলকে সাজঘরে পাঠান। ৪ রানের ব্যবধানে দুই উইকেট হারিয়ে দিন শেষ করে অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চ ১৩ রানে অপরাজিত আছেন। ক্রিকইনফো