X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

কার খেলা কবে, জানা যাবে রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২৪, ১৯:০০আপডেট : ০৪ মে ২০২৪, ১৯:০০

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের আয়োজক বাংলাদেশ। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে হবে এই বৈশ্বিক ইভেন্ট। ২০১৪ সালের পর আবার নারী বিশ্বকাপের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ১০ দলের এই বিশ্বকাপে কার কবে খেলা, এখনও প্রকাশ করা হয়নি। রবিবার দুপুরে এই টুর্নামেন্টের সূচি ঘোষণা করা হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

১০ দলের অংশগ্রহণে ২৩ ম্যাচের এই প্রতিযোগিতার সূচি রাজধানীর একটি হোটেলে এদিন দুপুরে ঘোষণা করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী এবং বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডিস। এছাড়া ভারত ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর এবং নিগার সুলতানা জ্যোতি উপস্থিত থাকবেন।

বিসিবির সূত্রে জানা গেছে, বিশ্বকাপের দুই গ্রুপে খেলা ভাগ হয়ে হবে সিলেট ও ঢাকায়। সিলেটে মূল মাঠের বাইরে একাডেমি মাঠেও হবে খেলা। তবে টুর্নামেন্টের আগে ওয়ার্মআপ ম্যাচ হবে বিকেএসপিতে। 

২০১৪ সালে বাংলাদেশের মেয়েরা নিজেদের প্রথম বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে চমকে দেয়। যদিও দ্বিতীয় রাউন্ডে উঠতে পারেনি বাংলাদেশ। এরপর গত চার আসরে বাংলাদেশ সব মিলিয়ে ১৬ ম্যাচ খেলেও একটিতে জিততে পারেনি। প্রতিবারই বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলেও মূল পর্বে ব্যর্থ হতে হয়েছে লাল সবুজ জার্সিধারীদের। এবার স্বাগতিক তকমা গায়ে মেখে বিশ্বকাপ খেলবে নিগাররা। দেখার অপেক্ষা নিজেদের মাঠে কতটা ভালো ক্রিকেট খেলতে পারে বাংলাদেশ।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবাধে বালু উত্তোলন করে রাতের আঁধারে পাচার
অবাধে বালু উত্তোলন করে রাতের আঁধারে পাচার
ইই্উ’র নিষেধাজ্ঞাকে ভণ্ড বললেন পুতিন মিত্র
ইই্উ’র নিষেধাজ্ঞাকে ভণ্ড বললেন পুতিন মিত্র
‘ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে’
‘ভেবেছিলাম দেশের সমস্যা ক্ষণস্থায়ী, এখন আরও বেড়েছে’
পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
পশুর জন্য প্রাকৃতিক খাদ্যের উৎপাদন বাড়াতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির