প্রথম ওয়ানডে খেলতে পারবেন রুবেল?

রুবেল হোসেনকয়েক দিন ধরে জ্বরে ভুগছেন রুবেল হোসেন, আছে টনসিল সমস্যাও। অসুস্থতার কারণে অনুশীলন করতে পারছেন না। আগামী রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার মাঠে নামা অনিশ্চিত।

এশিয়া কাপ খেলে দেশে ফেরার পর কয়েক দিন ছুটি কাটিয়েছেন রুবেল। ছুটি শেষে অনুশীলনে যোগ দেওয়ার অপেক্ষায় ছিলেন দেশের অন্যতম সেরা পেসার। কিন্তু জ্বরের কারণে নির্ধারিত সময়ে ক্যাম্পে যোগ দিতে পারেননি। জ্বর কমলেও টনসিলের সমস্যায় ভুগছেন তিনি। এখন অবশ্য কিছুটা সুস্থ, তাই শনিবার অনুশীলনে যোগ দেওয়ার ইচ্ছে তার।

শারীরিক অবস্থা নিয়ে শুক্রবার বাংলা ট্রিবিউনকে রুবেল বলেছেন, ‘এখন ভালোই আছি, যদিও শরীর বেশ দুর্বল। আগামীকাল (শনিবার) অনুশীলনে যোগ দেবো। দ্রুত সুস্থ হয়ে প্রথম ম্যাচ খেলতে চাই।’

রবিবার রুবেল খেলতে না পারলে তার জায়গা নিতে পারেন আবু হায়দার রনি অথবা সাইফউদ্দিন। আক্রমণাত্মক ব্যাটসম্যান আরিফুল হকও মিডিয়াম পেস বোলিং করতে পারেন।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু তাই তেমন চিন্তিত নন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘রুবেল এখন অনেকটাই সুস্থ। সে প্রথম ম্যাচ খেলতে না পারলেও সমস্যা নেই। আমাদের হাতে যথেষ্ট অপশন রয়েছে।’