শুভাগতর সেঞ্চুরিতে ঢাকার বড় লিড

শুভাগত হোম সেঞ্চুরি করেছেনঢাকা বিভাগকে বোনাস পয়েন্ট না দিতে ৮ উইকেটে ৫৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ঢাকা মেট্রো। এই সুযোগে শুভাগত হোমের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৮৬ রানে অলআউট হয়ে ৩২৯ রানের বড় লিড নেয় ঢাকা।

দ্বিতীয় দিন শেষ হওয়ার আগে মেট্রো ২ উইকেটে ৫৯ রান করে। এখনও তারা পিছিয়ে ২৬৮ রানে।

আগের দিন ৯ রানে শুভাগত ও ৪ রানে তাইবুর রহমান শেষ করেন। মঙ্গলবার তারাই ক্রিজ শাসন করেছেন। তারা ১৫৭ রানের জুটি গড়েন। তাইবুর ৫৬ রানে আরাফাত সানির শিকার হওয়ার পরের ওভারে বিদায় নেন শুভাগত। ১১৮ বলে সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান থামেন ১০৬ রানে।

তাদের দেখানো পথে হাঁটতে পারেননি ঢাকার পরের ব্যাটসম্যানরা। কেবল আব্দুল মজিদের ৩৯ রান ছিল বলার মতো।

সৈকত আলী মেট্রোর পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন। কাজী অনিক, শহীদুল ও আরাফাত দুটি করে উইকেট পান।

বড় লিড নিয়ে ঢাকা দারুণ শুরু করে। দলীয় ১৩ রানে মেট্রোর ওপেনার মোহাম্মদ নাইমকে (১১) রানে প্রথম শিকার বানান তারা।  

সাদমান ইসলাম ও শামসুর রহমানের ৪৬ রানের জুটি ভাঙতেই শেষ হয় দ্বিতীয় দিনের খেলা। সাদমান ২৬ রানে অপরাজিত আছেন। ১৬ রানে শামসুর শিকার হন তাইবুরের।