অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা গাভাস্কার-মাঞ্জেরেকারের

কাঁচের দরজা ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে ছিল২৪ বছর পর লক্ষ্ণৌতে ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেট ফিরল। মঙ্গলবার ভারত ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টি দিয়ে অভিষেক হলো ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। ভারতের দারুণ জয়ে এই দিন স্মরণীয় হয়ে থাকল, কিন্তু ঘটল দুর্ঘটনাও।
ভারতে ৫২তম আন্তর্জাতিক স্টেডিয়ামের যাত্রার দিন বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার ও সঞ্জয় মাঞ্জেরেকার। তারা ধারাভাষ্য কক্ষে ঢোকার ঠিক আগ মুহূর্তে কাঁচের একটি দরজা ভেঙে পড়ে। ভাগ্য ভালো যে, তারা অক্ষত ছিলেন।

দুর্ঘটনা ঘটার পরপরই মাঞ্জেরেকার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘একটি কাঁচের দরজা তাসের ঘরের মতো ভেঙে গেল। ভাগ্য ভালো যে কেউ আহত হইনি। আমরা সবাই নিরাপদ আছি।’

জানা গেছে, নতুন এই স্টেডিয়ামে এদিন সবচেয়ে বেশি ভুগেছে ম্যাচ কভার করতে আসা সাংবাদিকরা। প্রেসবক্স দেখতে দারুণ হলেও ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হওয়ার পাশাপাশি মাঝেমধ্যেই বিদ্যুৎ চলে যাওয়ার ঘটনা ঘটেছে। এই অব্যবস্থাপনা সত্ত্বেও উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের কিছুই করার নেই, কারণ স্টেডিয়ামটি বেসরকারি সম্পত্তি। ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস