স্পিনারদের নৈপুণ্যে দ্বিতীয় দিনও ইংল্যান্ডের

প্রথম টেস্টেই সেঞ্চুরি উদযাপন করলেন ফোকসগলে টেস্টের দ্বিতীয় দিন কেবল ২১ রান করে শেষ দুটি উইকেট হারায় ইংল্যান্ড। তার আগে এলিট ক্লাবে নাম লিখেন বেন ফোকস। বাকি দিন শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের হতাশার মধ্যে রাখলেন ইংলিশ তিন স্পিনার মঈন আলী, আদিল রশিদ ও জ্যাক লিচ।

দিলরুয়ান পেরেরার স্পিনে ৩৪২ রানে অলআউট হয় ইংল্যান্ড। এরপর তারা শ্রীলঙ্কার প্রথম ইনিংস গুটিয়ে দেয় ২০৩ রানে। ১৩৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে বিনা উইকেটে ৩৮ রান করেছে ইংলিশরা। ১০ উইকেট হাতে রেখে ১৭৭ রানে এগিয়ে তারা।

৮ উইকেটে ৩২১ রানে বুধবারের খেলা শুরু করে ইংল্যান্ড। ৮৬ রানে অপরাজিত ছিলেন ফোকস। ২০০ বলে ৯ চারে ১০০ করেন তিনি। ইংল্যান্ডের ২০তম ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েন। আর টেস্ট ক্রিকেটে কেবল পঞ্চম উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে অভিজাত ক্লাবে নাম লিখেন ফোকস।

দিনের পঞ্চম ওভারে লিচ আউট হলে জেমস অ্যান্ডারসনের সঙ্গে শেষ জুটি বড় করতে পারেননি ফোকস। পরের ওভারে সুরাঙ্গা লাকমলের শিকার হন তিনি। তার ২০২ বলে ১০৭ রানের স্মরণীয় ইনিংস সাজানো ছিল ১০টি চারে।

৫ উইকেট নেন দিললুয়ান পেরেরাদিলরুয়ান তার ক্যারিয়ারে সপ্তমবার এক ইনিংসে ৫ উইকেট নেন। তিন উইকেট পান লাকমল।

দুই ওপেনার দিমুথ করুনারত্নে ও কুশল সিলভাকে ফেরান দুই পেসার জেমস অ্যান্ডারসন ও স্যাম কারান। তারপর শুরু হয় স্পিন ভেল্কি। ৪০ রানে ৪ উইকেট হারানো শ্রীলঙ্কা অধিনায়ক দিনেশ চান্ডিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথুজের ৭৫ রানের জুটিতে একমাত্র প্রতিরোধ গড়ে।

চান্ডিমাল ৩৩ রানে রশিদের বলে ফোকসের ক্যাচ হন। ইনিংস সেরা ৫২ রান করে মঈনের শিকার হন ম্যাথুজ। তারপর নিরোশান ডিকবিলার ২৮ ও দিলরুয়ানের ২১ রান ছাড়া বলার মতো রান আর কেউ করতে পারেননি।

মঈনের স্পিনে বিপর্যস্ত শ্রীলঙ্কামঈন সবচেয়ে বেশি ৪ উইকেট নেন। রশিদ ও লিচ পান দুটি করে উইকেট।

দিন শেষ করার আগে ১২ ওভার খেলেছে ইংল্যান্ড। রোরি বার্নস ১১ ও কিটন ২৬ রানে অপরাজিত আছেন। ক্রিকইনফো