সৌম্যর ভাবনায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

সৌম্য সরকারজিম্বাবুয়ে সিরিজ শেষ না হতেই বাজছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ঘণ্টা। দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ক্যারিবিয়ানরা দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশের বিপক্ষে। এই ম্যাচে সৌম্য সরকারকে দলে রাখার পরিকল্পনা নির্বাচকদের। নিজেকে প্রস্তুত করতে মিরপুরে নিয়মিত অনুশীলন করছেন এই ব্যাটসম্যান।

দিনকয়েক আগে শেষ হওয়া জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ব্যাট-বল হাতে দুর্দান্ত সময় কেটেছে সৌম্যর। খুলনার হয়ে ৫ ম্যাচে ৬৭.২৮ গড়ে ৪৭১ রান এসেছে তার ব্যাট থেকে। এক সেঞ্চুরি ও চার হাফসেঞ্চুরিতে তিনি লিগের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। সামনের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সুযোগ পাওয়া নিয়ে অবশ্য তেমন কিছু ভাবছেন না তিনি, কেবল নিজের কাজটা ঠিকমতো করতেই মনোযোগী এই টপ অর্ডার ব্যাটসম্যান।

বুধবার মিরপুরের একাডেমি মাঠে সংবাদমাধ্যমকে সৌম্য বলেছেন, ‘নিজের কাজটা নিজে করছি। চেষ্টা করছি ফিটনেস, ব্যাটিং, বোলিংয়ে নিজের সেরা পারফরম্যান্সটা দেওয়ার। সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, ওখানে সুযোগ পেলে যেন নিজের সেরা ফর্মটা ধরে রাখতে পারি।’

তামিম ইকবাল ফিরলে ওপেনিংয়ে সৌম্যর ফেরা বেশ কঠিন। যদিও ওপেনিং পজিশন নিয়ে খুব বেশি চিন্তিত নন বাঁহাতি এই ব্যাটসম্যান। জাতীয় দলের হয়ে সবশেষ খেলা ম্যাচটিতে তিন নম্বরে নেমে সৌম্য খেলেছিলেন ১১৭ রানের ইনিংস। হয়তো এই কারণেই ব্যাটিং অর্ডার নিয়ে খুব বেশি ভাবছেন না তিনি, ‘ওপেনিংয়ের জন্য আমি আলাদা কোনও পরিকল্পনা করিনি। জাতীয় লিগ, প্রস্তুতি ম্যাচ ও শেষ দুটি ম্যাচে তিন নম্বরেই ব্যাটিং করেছি। তিন নম্বর আর ওপেনিংয়ে খুব বেশি পার্থক্য নেই। যদি ওপেনিংয়ে সুযোগ আসে, তাহলে নিজের জায়গা ফিরে পাওয়ার চেষ্টা করব।’