জয় দেখছেন মিরাজ

বাংলাদেশঢাকা টেস্ট জিততে জিম্বাবুয়ের সামনে কঠিন চ্যালেঞ্জ। চতুর্থ দিন শেষে ২ উইকেট হারিয়ে ফেলায় সফরকারীরা আরও চাপে। বাংলাদেশ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ তাই নিজেদের এগিয়ে রাখছেন ঢাকা টেস্ট জয়ের পথে।

শেষ দিনে তিন সেশনের ৯০ ওভারে ৮ উইকেট হাতে থাকা জিম্বাবুয়েকে করতে হবে ৩৬৭ রান। ৪৪৩ রানের লক্ষ্যে চতুর্থ দিন শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ৭৬। দিনের খেলা শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে আসা মিরাজ ম্যাচ জেতার ব্যাপার আত্মবিশ্বাসী। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, “এখন পর্যন্ত ম্যাচটা আমাদের দিকেই আছে। আমরা সাড়ে চার শ’র মত লক্ষ্য বেধে দিয়েছি। এরপর ওদের ২ উইকেট তুলে নিয়েছি। আগামীকাল (বৃহস্পতিবার) একটা দিন আছে, তিনটা সেশন আছে, আমাদের বোলাররা ভালো লেন্থে বল করতে পারলে জিততে পারব।”

তবে কাজটা সহজ হবে না বলেও মনে করছেন মিরাজ, ‘আমাদের বোলারদের ভালো জায়গায় বল করতে হবে। কারণ উইকেটে বোলারদের জন্য তেমন কিছু নেই। কিছু কিছু সময় উইকেট ভিন্ন আচরণ করেছে। আমাদের পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে হবে। টার্গেট থাকবে স্টাম্প টু স্টাম্প বল করা। তাহলে আরও সুযোগ থাকবে। আশা করছি বোলাররা শতভাগ দিয়ে বোলিং করতে পারবে।’

ঢাকা টেস্টের দুই ইনিংসে চমৎকার ব্যাটিং করেছেন মিরাজ। প্রথম ইনিংসে মুশফিকের ডাবল সেঞ্চুরিতে দারুণ সঙ্গ দিয়েছেন, আর বুধবার মাহমুদউল্লাহর সেঞ্চুরিতে একপ্রান্ত আগলে রেখেছিলেন তিনি। কিন্তু ইনিংস ঘোষণা করায় নিজের সংগ্রহ বাড়ানো হয়নি তার।

এটা নিয়ে অবশ্য কোনও আফসোস নেই মিরাজের, ‘সবার আগে দল। পারফরম্যান্সটা দলের জন্যই করা হয়। আমার কাছে খুবই ভালো লাগছে আমি মুশফিক ভাইয়ের ডাবল সেঞ্চুরি ও মাহমুদউল্লাহ ভাইয়ের সেঞ্চুরির সময় পার্টনার ছিলাম। আর নিজের সেঞ্চুরির কথা আমি কখনোই চিন্তা করি না। ইনশাল্লাহ ভবিষ্যতে সুযোগ থাকলে করব।’