শক্ত জুটি ভাঙলেন মিরাজ

281898প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ব্রেন্ডন টেলর। আবারও সেই পথে হাঁটছেন জিম্বাবুয়ের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তার পঞ্চাশ ছাড়ানো ইনিংসে বেশ অস্বস্তিতে ছিল বাংলাদেশ। যদিও পিটার মুরকে ফিরিয়ে পঞ্চম উইকেট তুলে নিয়েছে স্বাগতিকরা। ৬৬ রানের এই জুটি ভেঙে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৫ উইকেটে জিম্বাবুয়ের রান ১৮৬।

জিম্বাবুয়ে ড্র করলেই সিরিজ জয়, আর জয়ের লক্ষ্য ৪৪৩ রান। ৪ রানে দিন শুরু করা টেলর ৯৫ বলে লাঞ্চের আগেই হাফসেঞ্চুরি করেন। তিনি অপরাজিত আছেন ৭৫ রানে।

শন উইলিয়ামস ও সিকান্দার রাজার কাছ থেকে উপযুক্ত সঙ্গ না পেলেও টেলরের হাফসেঞ্চুরিতে লড়াই করছে সফরকারীরা। ক্রিজে তার সঙ্গে রেজিস চাকাভা।

পঞ্চম ও শেষ দিনের প্রথম উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ৩৩ বল খেলে ১৩ রান করে তার কাছে বোল্ড হন উইলিয়ামস। টেলরের সঙ্গে বেশিক্ষণ থাকতে পারেননি সিকান্দার। আগের ইনিংসে তাইজুলের কাছে বোল্ড হওয়া এই ডানহাতি ব্যাটসম্যান এবার ক্যাচ তুলে দেন তার হাতে। টেলরের সঙ্গে ২১ রানের জুটি গড়ার পথে ১২ রান করেন সিকান্দার। সিলেটেও দ্বিতীয় ইনিংসে তাইজুলের কাছে বোল্ড হন তিনি।

টেলরের সঙ্গে ২ রানে উইলিয়ামস বৃহস্পতিবার ক্রিজে খেলতে নামেন। ২ উইকেটে ৭৬ রানে তাদের দিন শুরু হয়।

আগের দিন হ্যামিলটন মাসাকাদজা ও ব্রায়ান চারির উদ্বোধনী জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ৬৮ রানে প্রথম উইকেট হারানো জিম্বাবুয়ে আর ২ রান যোগ করতে তাদের দ্বিতীয় ব্যাটসম্যানকে ফেরান তাইজুল ইসলাম। চারি ৪৩ রানে তার শিকার হন। আর মাসাকাদজা করেন ২৫ রান।

প্রথম ইনিংস বাংলাদেশ ঘোষণা করে ৭ উইকেটে ৫২২ রানে। তারপর ৩০৪ রানে জিম্বাবুয়েকে অলআউট করে স্বাগতিকরা দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ২২৪ রানে।