ক্রিকেটকে বিদায় বললেন গম্ভীর

গৌতম গম্ভীর২০০৭ সালের বিশ্ব টি-টোয়েন্টি ও ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে দুর্দান্ত পারফর্ম করে ভারতের ক্রিকেটে স্মরণীয় হয়ে থাকবেন গৌতম গম্ভীর। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট ছিল তার সবশেষ আন্তর্জাতিক ম্যাচ। দীর্ঘদিন জাতীয় দলে উপেক্ষিত থাকলেও ঘরোয়া ক্রিকেট খেলছিলেন তিনি। এবার ঘোষণা দিলেন, বৃহস্পতিবার রঞ্জি ট্রফিতে অন্ধ্র প্রদেশের বিপক্ষে দিল্লির ম্যাচ খেলে ব্যাট-প্যাড তুলে রাখবেন ভারতীয় ওপেনার।

মঙ্গলবার সামাজিক মিডিয়ায় ক্রিকেটকে বিদায়ের ঘোষণা দেন ৩৭ বছর বয়সী গম্ভীর, ‘জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলো নিতে হয় দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে। আমিও তেমন একটা সিদ্ধান্ত নিলাম যার সঙ্গে আমার সারাটা জীবন পার করেছি। ১৫ বছরেরও বেশি সময় পার করেছি ক্রিকেটে, এবার এই সুন্দর খেলা থেকে আমি নিজেকে গুটিয়ে নিতে চাই।’

১৯৯৯ সালে প্রথম শ্রেণি দিয়ে ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন গম্ভীর। ২০০৭ সালের বিশ্ব টি-টোয়েন্টি ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৭৫ রান করেন। আর চার বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে আইসিসি বিশ্বকাপ ফাইনালে খেলেন ৯৭ রানের দুরন্ত এক ইনিংস।

১৯৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন প্রায় ১৯ বছরের ক্যারিয়ারে। এছাড়া ৫৮ টেস্ট, ১৪৭ ওয়ানডে ও ৩৭টি টি-টোয়েন্টির লম্বা আন্তর্জাতিক ক্যারিয়ার। গম্ভীর এই অবসরের ঘোষণায় জানিয়ে দিলেন, সামনের আইপিএলেও খেলবেন না তিনি।