দ্রুততম ২০০ টেস্ট উইকেটের রেকর্ড ইয়াসিরের

ইয়াসির শাহনিউজিল্যান্ডের বিপক্ষে আবুধাবিতে শেষ টেস্টের চতুর্থ দিন সকালে চমৎকার এক রেকর্ড গড়লেন পাকিস্তানের স্পিনার ইয়াসির শাহ। ৮২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন তিনি।

বৃহস্পতিবার খেলার শুরুর আধ ঘণ্টার মধ্যেই উইলিয়াম সমারভিলকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন ইয়াসির। মাত্র ৩৩ টেস্টে ২০০তম উইকেট পেলেন। এতে টেস্টে দ্রুততম ২০০ উইকেটের মালিক হলেন পাকিস্তানি স্পিনার। ১৯৩৬ সাল থেকে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার লেগ স্পিনার ক্লেয়ার গ্রিমেটের দখলে।

এই সিরিজে দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতায় রেকর্ডটি ভাঙার ইঙ্গিত দিয়েছিলেন ইয়াসির। এরই মধ্যে ২৭ উইকেট নিয়েছেন তিনি। আর চার উইকেট পেলে তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানের শীর্ষ উইকেট শিকারি হিসেবে আব্দুল কাদিরকে পেছনে ফেলবেন ইয়াসির। ১৯৮৭-৮৮ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে ৩০ উইকেট নেন কাদির।

এর আগে ১৭ টেস্টে ১০০ উইকেট নেন ইয়াসির, যেটা যৌথভাবে দ্রুততম। আর পাকিস্তানি হিসেবে দ্রুততম ৫০ উইকেটের (৯ টেস্ট) মালিক তিনি। ক্রিকইনফো