সিলেট সিক্সার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার

ডেভিড ওয়ার্নার। ছবি: সিলেট সিক্সার্স ফেসবুক পেজ৫ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। এবারের প্রতিযোগিতায় সিলেট সিক্সার্সের নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার। শুক্রবার নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানকে অধিনায়ক করার বিষয় নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এবারের বিপিএলে সিলেট দুজন বিদেশি খেলোয়াড়কে সরাসরি দলে নিয়েছে। নেপালের সন্দ্বীপ লামিচানের সঙ্গে বড় নাম হিসেবে যোগ করে তারা ওয়ার্নারকে। এবার অস্ট্রেলিয়ান ওপেনারকে অধিনায়কের দায়িত্বও দিল তারা।

দক্ষিণ আফ্রিকা সফরে নিউল্যান্ডস টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারিতে তাকে ১২ মাস নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে ঘরোয়া লিগে নিষিদ্ধ থাকায় নিজেকে প্রস্তুত রাখতে বিদেশি লিগগুলো খেলে চলেছেন ওয়ার্নার। আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদে খেলার অনুমতি না মিললেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন তিনি কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি দিয়ে। এরপর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) খেলেছেন বাঁহাতি ব্যাটসম্যান।

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খুব একটা ভালো সময় যায়নি তার। ৮ ইনিংসে ১১৪.৭৩ স্ট্রাইক-রেটে করেন মাত্র ১০৯ রান। আর সেন্ট লুসিয়া স্টারসের হয়ে সিপিএলের ৯ ইনিংস পান ২২০ রান। এবার বিপিএলের অভিজ্ঞতা নেওয়ার অপেক্ষায় ওয়ার্নার।

দক্ষিণ আফ্রিকার সফরে তার মতো ১২ মাসের নিষেধাজ্ঞায় আছেন স্টিভেন স্মিথ। এই ব্যাটসম্যানও প্রথমবার বিপিএলে নামার অপেক্ষায়, তাকে দলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অস্ট্রেলিয়ান দুই সেরা ব্যাটসম্যানের নিষেধাজ্ঞা শেষ হবে সামনের বছরের ২৯ মার্চ।