‘ওয়ানডেতে সাকিব এখন বিশ্বের সেরা ক্রিকেটার’

প্রশংসাধন্য স্পিন বোলিং কোচের সামনে সাকিবের অনুশীলনদলে তিনজন স্পেশালিস্ট পেসার, তবু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নতুন বল হাতে দলকে সাফল্য এনে দিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রিকেটে সাকিবের বিশাল অবদান, তিনি অনেক স্মরণীয় জয়ের নায়ক। সুনীল যোশি তো বিশ্বসেরা অলরাউন্ডারের প্রশংসায় উচ্ছ্বসিত। বাংলাদেশের স্পিন বোলিং কোচের বিশ্বাস, এই মুহূর্তে ওয়ানডেতে সাকিব বিশ্বের সেরা ক্রিকেটার।

সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে সাকিবের প্রশংসা করে যোশি বলেছেন, ‘সাকিব শুধু আমাদের জাতীয় সম্পদ বা প্রতিভা নয়, সে এখন বিশ্বের সেরা ওয়ানডে ক্রিকেটার। বোলিং-ব্যাটিংয়ের পাশাপাশি সে দলের সেরা ফিল্ডার। সে দারুণ প্রতিভাবান, দক্ষ। সাকিবের সবচেয়ে বড় গুণ, দলের প্রয়োজনে সে ঠিক সময়ে জ্বলে উঠতে পারে। সে দারুণ কুশলী খেলোয়াড়।’

সাকিবের প্রশংসায় পঞ্চমুখ বোলিং কোচ আরেকটি সিরিজ জয়ের দিকে তাকিয়ে, ‘মানসিকভাবে আমরা অনেক এগিয়ে আছি। কালকের (মঙ্গলবার) ম্যাচ তাই আমাদের জন্য কঠিন হওয়ার কথা নয়। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে সিলেটে যাওয়ার আগেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে।’

ভারতের হয়ে ১৫টি টেস্ট ও ৬৯টি ওয়ানডে খেলা যোশির ধারণা, ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের পক্ষে আরও ভালো করা সম্ভব, ‘গত দুই বছরে দলগত পারফরম্যান্স অনেক জয় এনে দিয়েছে আমাদের। ওয়ানডে ক্রিকেটে আমাদের উন্নতির গ্রাফ ঊর্ধ্বমুখী। আমরা ওয়েস্ট ইন্ডিজ সফরে সিরিজ জিতেছি, ভারতের বিপক্ষে তিনটি টুর্নামেন্টে শেষ বলে হার মেনেছি। আগামী বছর বিশ্বকাপ সহ বিদেশের মাঠে ভালো খেলতে আমাদের জয়ের অভ্যাস গড়ে তুলতে হবে। সিনিয়র-জুনিয়রদের নিয়ে বাংলাদেশ একটা ভালো দল হয়ে উঠেছে। দল নিয়ে আমি আশাবাদী।’