ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেট মিরাজের

281429দ্বিতীয় ওয়ানডের পর শেষ ম্যাচেও চন্দরপল হেমরাজকে নিজের প্রথম শিকার বানালেন মেহেদী হাসান মিরাজ। এবার ৯ রান করে পয়েন্টে মোহাম্মদ মিঠুনের ক্যাচ হন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার।

সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেওয়া বাংলাদেশ চতুর্থ ওভারেই ভাঙল ১৫ রানের ওপেনিং জুটি। ১০ ওভারে ১ উইকেটে ৪৫ রান ক্যারিবিয়ানদের। ক্রিজে আছেন শাই হোপ ও ড্যারেন ব্রাভো।  

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ এখন ১-১ এ সমতায় রয়েছে। বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। ইমরুল কায়েসকে বাইরে রেখে নেওয়া হয়েছে মোহাম্মদ মিঠুনকে। আর রুবেল হোসেনের জায়গায় খেলবেন মোহাম্মদ সাইফউদ্দিন। ওয়েস্ট ইন্ডিজ দলে ওসান থোমাসের জায়গায় নেওয়া হয়েছে ফ্যাবিয়ান অ্যালেনকে।

বাংলাদেশ একাদশ: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), চন্দরপল হেমরাজ, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমায়ার, রোস্টন চেজ, ফ্যাবিয়ান অ্যালেন, কিমো পল, দেবেন্দ্র বিশু, কেমার রোচ।