মাশরাফিকে ফোনে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মাশরাফি। ফাইল ছবি-ফোকাস বাংলাক্রিকেটের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসার কথা কারও অজানা নয়। শত ব্যস্ততার মাঝেও ক্রিকেটের খোঁজ-খবর রাখেন তিনি। বাংলাদেশের আরেকটি সাফল্যে প্রধানমন্ত্রী উচ্ছ্বসিত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর মাশরাফি মুর্তজাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। মাশরাফি নিজেই সে কথা জানিয়েছেন বাংলা ট্রিবিউনকে।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টাইগারদের বেশ কয়েকটি সাফল্যের সাক্ষী প্রধানমন্ত্রী। এর আগেও বাংলাদেশের জয়ের পর ফোন করে অভিনন্দন জানিয়েছেন তিনি। শুক্রবার একই রকম মধুর অভিজ্ঞতা হলো মাশরাফির। সিলেটে ক্যারিবিয়ানদের ৮ উইকেট হারানোর পর সংবাদ সম্মেলনে আসার পথে প্রধানমন্ত্রীর ফোন পেয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

বাংলা ট্রিবিউনকে মাশরাফি জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী ফোন করেছিলেন আমাকে। সিরিজ জয়ের জন্য আমাদের অভিনন্দন জানিয়েছেন তিনি। দলের সবার খোঁজ-খবরও নিয়েছেন প্রধানমন্ত্রী।’

ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশের এখন টি-টোয়েন্টি মিশন। তবে গত বছর টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া মাশরাফি এই মিশনে নেই। তার সামনে নির্বাচন জয়ের চ্যালেঞ্জ। সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি কয়েক দিনের মধ্যেই প্রচারণা শুরু করবেন।