ম্যানইউয়ের অন্তর্বর্তী কোচের দৌড়ে এগিয়ে লরা ব্লঁ

লরা ব্লঁজোসে মরিনহোকে বরখাস্ত করার পর অন্তবর্তীকালীন কোচ নিয়োগ দিতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমের বাকি অংশে কোচের দায়িত্ব সামলানোর দৌড়ে লরা ব্লঁকে এগিয়ে রাখছে ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো।

মঙ্গলবার এক বিবৃতিতে মরিনহোকে বরখাস্ত করার খবর নিশ্চিত করে ম্যানইউ কর্তৃপক্ষ। সেখানে তারা নিশ্চিত করেছে, চলতি মৌসুম অন্তর্বর্তীকালীন কোচ দিয়েই শেষ করবে ইংলিশ ক্লাবটি। মৌসুম শেষে স্থায়ী কোচ নিয়োগ দেওয়ার পরিকল্পনা তাদের। তাতে ম্যানইউয়ের সঙ্গে ইংলিশ ফুটবলভক্তদের মনে জন্ম নিয়েছে প্রশ্ন­- কে হতে যাচ্ছেন রেড ডেভিলদের অন্তর্বর্তী কোচ?

স্কাই স্পোর্টস, গোল ডটকম, গার্ডিয়ানের মতো সংবাদমাধ্যমগুলোর খবর, আপাতত ম্যানইউয়ের দায়িত্ব সামলানোর দৌড়ে এগিয়ে আছেন ব্লঁ। ম্যানইউয়ের ভাইস-চেয়ারম্যান এড উডওয়ার্ড জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব তারা এমন একজনের হাতে তুলে দেবেন, যার ম্যানইউয়ের ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে খুব ভালো ধারণা আছে।

স্কাই স্পোর্টসের খবর, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন কোচের নাম ঘোষণা করবে ম্যানইউ। আর সেখানে এগিয়ে ব্লঁ। আপাতত বেকার থাকা এই কোচ খেলোয়াড় হিসেবে ওল্ড ট্র্যাফোর্ডে কাটিয়ে গেছেন দুই বছর। ক্লাবকে খুব ভালো করে জানার সঙ্গে তার কোচিং ক্যারিয়ারটাও বেশ সমৃদ্ধ।

২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত খেলোয়াড় হিসেবে ম্যানইউয়ে কাটানো ব্ল প্যারিস সেন্ত জার্মেইয়ের চাকরি ছাড়ার পর ফেরেননি কোচিং ক্যারিয়ারে। ২০০৭ সালে বোর্দু দিয়ে কোচ হিসেবে যাত্রা শুরু করা ব্ল তিন বছর পর দায়িত্ব নিয়েছিলেন ফ্রান্স জাতীয় দলের। এরপর ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত সামলেছেন পিএসজির কোচের দায়িত্ব। ফরাসি ক্লাবটির দায়িত্ব ছাড়ার পর এখন বেকারই আছেন তিনি। তাই তাকেই এগিয়ে রাখছে ইউরোপিয়ান সংবাদমাধ্যম।

ম্যানইউয়ের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন বেশ কয়েকবার চেষ্টার পর ২০০১ সালে ওল্ড ট্র্যাফের্ডে আনতে পেরেছিলেন ব্লঁকে। ৩৫ বছর বয়সে রেড ডেভিলদের জার্সি গায়ে জড়ানো ব্লঁ ২০০২-০৩ সালের প্রিমিয়ার লিগ জেতার পর দেন অবসরের ঘোষণা।

‘আবারও তিনি ফিরছেন ওল্ড ট্র্যাফোর্ডে’- গুঞ্জনটা সত্যি হয় কিনা, সেটা জানা যাবে সামনের ৪৮ ঘণ্টার মধ্যে। স্কাই স্পোর্টস