২০১৮ সাল ছিল স্পিনারদের বছর। আলোকিত পারফরম্যান্সে অনেকই নিজেদের সেরাটা দেখিয়েছেন। স্পিনারদের পারফরম্যান্সের মাঝেই ধারাবাহিক ছিলেন মোস্তাফিজ। প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মনে ভয় ছড়ানো বাঁহাতি এই পেসার ইকোনোমি রেট ধরে রেখে প্রয়োজনের মুহূর্তে উইকেট এনে দিয়েছেন বাংলাদেশকে।
ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বর্ষসেরা একাদশে মোস্তাফিজকে রাখার কারণ হিসেবে জানিয়েছে, তার এশিয়া কাপের পারফরম্যান্স। সংযুক্ত আরব আমিরাতের প্রতিযোগিতায় পাকিস্তানের বিপক্ষে ৪৩ রানের ৪ উইকেট নেওয়ার পর ভারতের বিপক্ষে ফাইনালে ১০ ওভারে মাত্র ৩৮ রান দিয়ে পেয়েছিলেন ২ উইকেট। মোস্তাফিজের সঙ্গে একাদশে দ্বিতীয় পেসার হিসেবে আছেন ভারতের জসপ্রিৎ বুমরাহ।
বিরাট কোহলিকে অধিনায়ক করে ঘোষিত একাদশে ওপেনার ভূমিকায় আছেন তার জাতীয় দল সতীর্থ রোহিত শর্মা ও ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। ওয়ান ডাউনে তারা রেখেছে জো রুটকে। চার নম্বরে নামা বিরাট কোহলির পর আছেন দারুণ এক বছর কাটানো শিমরন হেটমায়ার। এই একাদশের উইকেটরক্ষকের ভূমিকায় ইংল্যান্ডের জস বাটলার। শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরার সঙ্গে দুই স্পিনার রশিদ খান ও কুলদীপ যাদব।
বর্ষসেরা একাদশ: রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, জো রুট, বিরাট কোহলি (অধিনায়ক), শিমরন হেটমায়ার, জস বাটলার (উইকেটরক্ষক), থিসারা পেরেরা, রশিদ খান, কুলদীপ যাদব, মোস্তাফিজুর রহমান, জসপ্রিৎ বুমরাহ।