বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। যার নেতৃত্বে থাকছেন সালমান আলী আগা।
অভিজ্ঞদের পাশাপাশি উদীয়মানদের মিশেলে গড়া হয়েছে দল। ইনজুরির কারণে বাদ পড়েছেন সহ অধিনায়ক শাদাব খান ও পেসার হারিস রউফ। বাদ পড়েছেন ইরফান খান, হাসান আলী, মোহাম্মদ ওয়াসিম ও নাসিম শাহ। জায়গা হয়নি অভিজ্ঞ বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের।
দলটিতে নতুন মুখ হিসেবে রয়েছেন পেসার সালমান মির্জা। পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে গত আসরে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার পেয়েছেন তিনি।
সিরিজের তিনটি ম্যাচই হবে মিরপুর স্টেডিয়ামে। ম্যাচ তিনটি হবে ২০, ২২ ও ২৪ জুলাই।
পাকিস্তান স্কোয়াড: সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস ( উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মুকিম।