ওয়ালটনের স্পোর্টস অ্যাম্বাসেডর মিরাজ

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ালটন কর্মকর্তাদের সঙ্গে মেহেদী হাসান মিরাজদুই বছর ওয়ালটনের ইয়ুথ অ্যাম্বাসেডর ছিলেন ২০১৫ সাল থেকে। এবার প্রযুক্তিপণ্য উৎপাদনকারী দেশের এই শীর্ষ প্রতিষ্ঠানটির স্পোর্টস অ্যাম্বাসেডর হলেন মেহেদী হাসান মিরাজ। শনিবার তার সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেছে ওয়ালটন।

রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে এক অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়ালটনের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানটির পরিচালক এসএম মাহবুবুল আলম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম, অপারেটিভ ডিরেক্টর ফিরোজ আলম, ব্র্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান চিত্রনায়ক আমিন খান, ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর মিলটন আহমেদ, পাওয়ার প্লে কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক নিয়ামুর রহমান পলাশ।

মিরাজ বলেছেন, ‘ক্রিকেটের পৃষ্ঠপোষকতায় ওয়ালটন বরাবরই এগিয়ে। শুধু ক্রিকেট নয়, ক্রিকেটারদের পৃষ্ঠপোষকতাও দিচ্ছে তারা। আজ তারা আমাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডরের মর্যাদা দিলো। এটা অনেক বড় সম্মানের।’

ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, ‘মেহেদি হাসান মিরাজকে পেয়ে আমরা গর্বিত। আমাদের প্রত্যাশা, মেধাবী অলরাউন্ডার মিরাজ এক সময় বাংলাদেশ দলের সাফল্যে নেতৃত্ব দেবেন। সব ফরম্যাটেই বাংলাদেশ হবে বিশ্বের শীর্ষ দল।’