জাতীয় হুইলচেয়ার ক্রিকেটে চ্যাম্পিয়ন ঢাকা জায়ান্টস

চ্যাম্পিয়ন ঢাকা জায়ান্টসজাতীয় হুইলচেয়ার ক্রিকেটের দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা জায়ান্টস।

শুক্রবার ফার্মগেটের খামারবাড়ির ইন্দিরা রোড ক্রিকেট অ্যাকাডেমির মাঠে ফাইনাল হয়। রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে ৫ রানে জিতে শিরোপা নিশ্চিত করেছে ঢাকা।

নির্ধারিত ১০ ওভারে ঢাকা করে ১১২ রান। তারপর রাজশাহীকে ১০৭ রানে থামায় তারা।

টস হেরে ব্যাটিংয়ে নামা ঢাকার সংগ্রহে সবচেয়ে বড় অবদান রবিনের। অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলেন তিনি। লিটন করেন ২৪ রান।

রাজশাহীর পক্ষে স্বপন দেওয়ান ও রামিম শেখ ২টি করে উইকেট নেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করে রাজশাহী। কিন্তু ৩০ রানে করে রামিম আউট হলে চাপে পড়ে রাজশাহী। নাহিয়ান ২৭, সাইফুল ২১ ও মমিনুল ১৩ রানের ইনিংস খেললেও দল জিততে পারেনি।

রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর সাইক্লোন, চিটাগাং রাইডার্স ও ঢাকা জায়ান্টস নামে চারটি বিভাগীয় দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতা হয়।

টুর্নামেন্ট শেষে চেঞ্জ মেকসের প্রতিষ্ঠাতা তানভীর উল আলম, ইএমকে সেন্টারের পরিচালক নাভিদ আকবর, বাংলা একাডেমির ডেপুটি পরিচালক ড. আমিনুর রহমান সুলতান, উন্মাদ ম্যাগাজিনের সহকারী সম্পাদক মোর্শেদ মিশু, বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট কল্যাণ সমিতির উপদেষ্টা তৌহিদ হোসেন বিজয়ীদের হাতে ট্রফি ও পদক তুলে দেন।