চিটাগংয়ের কাছে খুলনার হার

মাহমুদউল্লাহ খেলেছেন ঝলমলে ইনিংস, কিন্তু জিততে পারেনি খুলনারাজশাহী কিংসকে হারিয়ে জয়ে ফেরা খুলনা টাইটানস আবারও হারের বৃত্তে আটকা পড়েছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর চিটাগং ভাইকিংসের কাছে হেরে সিলেট পর্ব শেষ করেছে তারা। বিপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান করে মাহমুদউল্লাহদের বিপক্ষে ২৬ রানে জিতেছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি। আগের দেখায় সুপার ওভারে খুলনাকে হারায় তারা। টানা দ্বিতীয়বার ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম।

চিটাগং ৪ উইকেটে করে ২১৪ রান। জবাবে ৮ উইকেটে ১৮৮ রানে থামে খুলনা। ৫ ম্যাচে চতুর্থ জয়ে ৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে গেল চিটাগং। আর ৭ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে সবার শেষে খুলনা।

বড় লক্ষ্যে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা। পল স্টারলিং (০) ও আল আমিন (৫) আবু জায়েদ রাহীর টানা দুই ওভারে ফিরে যান। ১২ রানে খালেদ আহমেদের কাছে উইকেট হারান জুনায়েদ সিদ্দিক। 

মাত্র ১৮ রানে ৩ উইকেট হারালেও খুলনাকে লড়াইয়ে টিকিয়ে রাখেন ব্রেন্ডন টেলর ও মাহমুদউল্লাহ। দুজনের ঝড়ো ব্যাটিংয়ে ৬৮ রানের জুটি গড়েন তারা। কিন্তু দশম ওভারে নাঈম হাসানের কাছে বোল্ড হন টেলর, ১৬ বলে দুটি করে চার ও ছয়ে ২৮ রান করেন জিম্বাবুয়ান ব্যাটসম্যান।

এই দারুণ জুটি ভাঙলেও মাহমুদউল্লাহ ২৫ বলে ৩ চার ও ৪ ছয়ে ফিফটি হাঁকান। কিন্তু পরের বলেই ক্যামেরন ডেলপোর্ট বোল্ড করেন তাকে। দক্ষিণ আফ্রিকার ডানহাতি পেসার তার পরের ওভারে আরিফুল হককে মাঠছাড়া করেন ১১ রানে।

১০৯ রানে ৬ উইকেট হারলেও হাল ছাড়েনি খুলনা। তাইজুল ইসলামকে নিয়ে এগিয়ে যেতে থাকেন ডেভিড উইজ। ৬৫ রানের জুটি গড়েন তারা। ভালো জবাব দিচ্ছিলেন উইজ, কিন্তু ২০ বলে ২ চার ও ৪ ছয়ে ৪০ রানে মোহাম্মদ শাহজাদকে ক্যাচ দেন তিনি। আফগান উইকেটরক্ষক রিভিউ নিলে বিদায় নিতে হয় তাকে।

শেষ ওভারে খুলনার লক্ষ্য ছিল ৪০ রান, করে মাত্র ১৩ রান। শরীফুল ইসলাম প্রথম দুই বলে দুটি চার মেরে তৃতীয় বলে আউট হন। তাইজুল ইসলাম ২১ বলে ২২ রানে অপরাজিত ছিলেন। লাসিথ মালিঙ্গা খেলছিলেন ৫ রানে।

রাহী সর্বোচ্চ ৩ উইকেট নেন চিটাগংয়ের পক্ষে। দুটি করে পান ডেলপোর্ট ও খালেদ আহমেদ।

টস হেরে আগে ব্যাট করতে নেমে মুশফিক ও ইয়াসির আলীর ফিফটির পর শেষ দিকের ব্যাটিং ঝড়ে চিটাগং বিপিএলের দ্বিতীয় সর্বোচ্চ রান করে। ইয়াসির ৩৬ বলে ৫৪ আর মুশফিক ৩৩ বলে ৫২ রান করেন। শেষ দিকে দাসুন শানাকা ও নাজিবউদ্দৌলা জাদরানের ১৪ বলে ৪৪ রানের অপরাজিত জুটি চিটাগংকে এনে দেয় বিশাল সংগ্রহ।

বিপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড ঢাকার। ২০১৩ সালে ঢাকা গ্ল্যাডিয়েটরস ৪ উইকেটে ২১৭ রান করেছিল রংপুর রাইডার্সের বিপক্ষে।

সিলেট পর্ব শেষে বিপিএলের পয়েন্ট টেবিল:

দল

ম্যাচ

জয়

হার

পয়েন্ট

নেট রানরেট

ঢাকা ডায়নামাইটস

 ৬

১০

১.৯৪২

চিটাগং ভাইকিংস

 ৫

০.৩৫৬

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

৬ 

০.২২৬

রংপুর রাইডার্স

 ৭

০.২৪৬

রাজশাহী কিংস

৬ 

-০.৭৫

সিলেট সিক্সার্স

 ৭

-০.৮০৯

খুলনা টাইটানস

৭ 

-০.৯৪৫