ভাইকিংসের বিপক্ষে ঢাকার রান ১৩৯

সাকিবের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৩৪ রানপয়েন্ট টেবিলের শীর্ষ দল ঢাকা ডায়নামাইটসের স্কোর বড় করতে দেয়নি চিটাগং ভাইকিংস। বল হাতে দারুণ পারফর্ম করেছেন ক্যামেরন ডেলপোর্ট, রবি ফ্রাইলিঙ্ক ও আবু জায়েদ। তাদের চমৎকার বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ঢাকা ৯ উইকেটে করেছে ১৩৯ রান।

আরেকবার ফ্রাইলিঙ্কের ঝলক। দক্ষিণ আফ্রিকান পেসার ৩ ওভারে মাত্র ১৯ রান খরচায় পেয়েছেন ২ উইকেট। তার নিয়ন্ত্রিত বোলিংয়ে ঢাকা হারায় তাদের দুই ওপেনারকে। ইনিংসের তৃতীয় বলে রনি তালুকদারকে (০) ফিরিয়ে শুরু ফ্রাইলিঙ্কের উইকেট উদযাপন। ব্যাটে ঝড় তোলা সুনিল নারিনকে ফেরান তিনি ১৮ রানে।

এই পেসারের তৈরি করা ভিতের ওপর দাঁড়িয়ে পরে সাফল্য পেয়েছেন আবু জায়েদ। বাংলাদেশি পেসার ২৭ রান দিয়ে পেয়েছেন হেইনো কুন (১৮) ও দারবিশ রাসূলির (০) উইকেট দুটি। তবে উইকেট সংখ্যায় তাদেরও ছাড়িয়ে গেছেন ডেলপোর্ট। এই স্পিনার ৪ ওভারে ২৫ রান খরচায় পেয়েছেন ৩ উইকেট।

ডেলপোর্টের বলেই প্যাভিলিয়নে ফিরতে হয় ঢাকার সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব আল হাসানকে। ঢাকা অধিনায়ক ৩৪ বলে ২ চার ও এক ছক্কায় করেছেন ৩৪ রান। শুরুর ধাক্কা কাটিয়ে সাকিবের সঙ্গে দলীয় স্কোর বাড়িয়ে নেওয়া নুরুল হাসানও শিকার ডেলপোর্টের। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ১৮ বলে ৫ বাউন্ডারিতে করে যান ২৭ রান।

আন্দ্রে রাসেলকে ঝড় তুলতে দেননি খালেদ আহমেদ। এই পেসার মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়েছেন ক্যারিবিয়ান হার্ডহিটারকে। এরপরও ঢাকার রান অতদূর পর্যন্ত গিয়েছে শুভাগত হোমের ঝড়ে। শেষ দিকে তিনি ১৫ বলে খেলে যান ২৮ রানের ইনিংস, যাতে ছিল ৩ চারের সঙ্গে এক ছক্কার মার।