রংপুরের বোলিংয়ে বিধ্বস্ত কুমিল্লা

রংপুর রাইডার্সের উইকেট উদযাপন (ফাইল ছবি)‘কোয়ালিফায়ার-১’ খেলা নিশ্চিত হওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স মুখোমুখি হয়েছে শনিবার। পয়েন্ট টেবিলের হিসাবে খুব একটা গুরুত্ব না থাকলেও ম্যাচটি দুই দলের জন্য ফাইনালে ওঠার ‘প্রস্তুতি’। যেখানে ব্যাটিংটা একেবারেই ভালো হলো না কুমিল্লার। রংপুরের বোলারদের সামনে মাত্র ৭২ রানে গুটিয়ে গেছে তারা।

এই মুহূর্তে ১১ ম্যাচ শেষ ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে কুমিল্লা, আর ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রংপুর। রংপুর জিতলে ১৬ পয়েন্ট নিয়ে নেট রানরেটে (০.৬৯) এগিয়ে থেকে শীর্ষে উঠে যাবে, তখন কুমিল্লা (০.৪৫) নেমে যাবে দুইয়ে। তাতে পয়েন্ট টেবিলের অবস্থান পাল্টালেও ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রংপুর-কুমিল্লাই।

তাই শেরে বাংলা স্টেডিয়ামে হার-জিতের চেয়ে ব্যাটিং-বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নেওয়া ছিল দুই দলের প্রধান লক্ষ্য। রংপুরের দুর্দান্ত বোলিংয়ে ব্যাটিংটা একেবারেই ভালো হয়নি কুমিল্লার। রবি বোপারা (৩/৭), নাহিদুল ইসলাম (২/৯) ও মাশরাফি বিন মুর্তজার (২/১৮) চমৎকার বোলিংয়ে ১৬.৩ ওভারে ৭২ রানে অলআউট হয়ে গেছে কুমিল্লা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল ‍দ্বিতীয় বলেই আউট শূন্য রানে। খানিক পর আরেক ওপেনার এনামুল হক ফেরেন ৫ রান করে। শুরুর ওই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি কুমিল্লা। রংপুরের বোলারদের সামনে হারিয়েছে একের পর এক।

দলীয় সর্বোচ্চ ২১ রান এসেছে সাত নম্বরে নামা জিয়াউর রহমানের ব্যাট থেকে। এছাড়া লিয়াম ডসন করেন ১৮, আর শামুসর রহমানের ব্যাট থেকে আসে ১২ রান।