নিউজিল্যান্ড সফরে টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট

খালেদ মাসুদ পাইলটবাংলাদেশের নিউজিল্যান্ড সফরে নতুন টিম ম্যানেজারের নাম ঘোষণা করেছে বিসিবি। সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে দেওয়া হয়েছে এই দায়িত্ব। শনিবার সভা শেষে এ তথ্য নিশ্চিত করেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

বেশ কিছুদিন ধরে জাতীয় দলের ম্যানেজারের পদ নিয়ে সঙ্কটে ছিল বিসিবি। দীর্ঘদিন ধরে খালেদ মাহমুদ সুজন এই দায়িত্বে ছিলেন। সেপ্টেম্বরে আরব আমিরাতে এশিয়া কাপের পর দায়িত্ব ছেড়ে দেন তিনি।

এরপর ঘরের মাঠে দুটি সিরিজে নতুন দুজন ম্যানেজার ছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টিম ম্যানেজার ছিলেন সাবেক অধিনায়ক আকরাম খান, সাবেক ক্রিকেটার দেবব্রত পাল ছিলেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে। এবার তার স্থলাভিষিক্ত হলেন খালেদ মাসুদ পাইলট।

এর আগে ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ (অনূর্ধ্ব-২৩) দলের ম্যানেজার ছিলেন খালেদ মাসুদ পাইলট। তাকে নিয়োগ দেওয়া নিয়ে নাজমুল হাসান বলেছেন, ‘সাবেক ক্রিকেটারদের আমরা বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করছি। শৃঙ্খলা নিয়ে তার কিছু সমস্যা ছিল, কিন্তু সেগুলো এখন আর নেই। ইমার্জিং কাপেও পাইলট কাজ করেছেন। আশা করি জাতীয় দলের হয়ে এই পদে ভালোভাবে দায়িত্ব পালন করতে পারবেন।’