ঢাকাকে ১২৪ রানের লক্ষ্য দিলো খুলনা

_B9I4131বিপিএলে লিগ পর্বের শেষ ম্যাচে ঢাকা ডায়নামাইটসের চমৎকার বোলিংয়ে সুবিধা করতে পারেনি খুলনা টাইটানস। ৯ উইকেটে তারা করেছে ১২৩ রান।

পরের পর্বে উঠতে হলে ঢাকাকে জিততেই হবে। ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে তারা। চার নম্বরে থাকা রাজশাহী কিংসের (১২) চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে সাকিব আল হাসানরা।

মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেয় খুলনা। প্রথম পাওয়ার প্লেতেই তারা হারায় ৩ উইকেট, ৩৩ রান করে। দ্বিতীয় ওভারে জুনায়েদ সিদ্দিককে (২) ফেরান রুবেল। পরের ওভারে ১৮ রানে ব্রেন্ডন টেলরকে আউট করেন সাকিব। আর ঘুরে দাঁড়াতে পারেনি খুলনা, ৮১ রানের মধ্যে ৬ ব্যাটসম্যানকে হারায়।

এরপর ডেভিড উইজের সঙ্গে ইনিংস সেরা ২৯ রানের জুটি গড়েন তাইজুল ইসলাম। শেষ দুই ওভারে আরও তিন উইকেট হারায় তারা। মোহাম্মদ সাদ্দাম ও উইজ শেষ দুই বলে রানআউট হন। উইজ ইনিংস সেরা ৩০ রান করেন ২৭ বল খেলে।

২৪ রানের দ্বিতীয় সেরা পারফরম্যান্স করেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া মাহমুদউল্লাহ (১৪), তাইজুল (১২) ও সাদ্দাম (১২) দুই অঙ্কের ঘরে রান করেন।

ঢাকার পক্ষে দুটি করে উইকেট নেন সাকিব ও রুবেল। একটি করে পান কাজী অনিক ও সুনীল নারিন।