সংসদ অধিবেশনে মাশরাফির প্রথম অভিজ্ঞতা

সংসদে মাশরাফিগত মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রথমবারের মতো যোগ দিয়েছিলেন নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। কেমন ছিল মাশরাফির ‘নতুন জীবনের’ এই অভিজ্ঞতা। বুধবার ম্যাচ শেষে বাংলা ট্রিবিউনের কাছে ভাগাভাগি করেছেন তার অভিজ্ঞতার কথা।

৩০ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হলেও বিপিএলের ব্যস্ততায় যোগ দিতে পারেননি মাশরাফি। তবে মঙ্গলবার অধিবেশনে যোগ দিয়ে দারুণ সময় কাটিয়েছেন তিনি। বাংলা ট্রিবিউনের কাছে নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন মাশরাফি এভাবে, ‘আমি পর্যবেক্ষক হয়ে ছিলাম। সবাই কী করে, কেমন ভাবে কথা বলে, এগুলো দেখেছি। নবীন হিসেবে আমার যা করণীয় আমি তাই করেছি।’

সঙ্গে যোগ করলেন, ‘আমি সারা জীবন যেমন পরিবেশে কথা বলেছি, তার থেকে অনেক ভিন্ন সংসদের পরিবেশ। আমি কেবল বোঝার চেষ্টা করছি, সামনে তো আমাকেও তৈরি হতে হবে। নড়াইলের জন্য কিছু করতে আমাকে সংসদেই তো কথা বলতে হবে।’

প্রথমবার সংসদে বসে নিশ্চয়ই রোমাঞ্চিত ছিলেন, এমন প্রশ্নে মাশরাফির উত্তর, ‘একটু তো অন্যরকম লাগছিলই। সব বড় বড় নেতা, তাদের সঙ্গে এক কাতারে আমি। তবে উপভোগ করার চেষ্টা করেছি।’