অধিনায়কত্ব হারানো ইকার্দির ইন্টারের হয়ে খেলতে ‘না’

মাউরো ইকার্দিদীর্ঘ দিন ইন্টার মিলানের অধিনায়কের আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন মাউরো ইকার্দি। বুধবার আর্জেন্টাইন স্ট্রাইকারকে এই দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে ইতালিয়ান ক্লাবটি। তার কাছ থেকে নেতৃত্ব কেড়ে নিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে সামির হান্দানোভিচকে। হতাশায় ইন্টারের জার্সিতে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন ইকার্দি।

ইউরোপা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে র‌্যাপিড ভিয়েনার মাঠে খেলতে গেছে ইন্টার। এই সফরের স্কোয়াডে জায়গা হয়নি ইকার্দির। যদিও কোচ লুসিয়ানো স্পালেত্তি জানিয়েছেন, ইকার্দিকে ডাকা হলেও তিনি আসতে রাজি হননি দলের সঙ্গে।

চুক্তি নবায়ন নিয়ে তৈরি হওয়া বিতর্কে অধিনায়কত্ব হারিয়েছেন ইকার্দি। ইন্টারের সঙ্গে ২০২১ সাল পর্যন্ত চুক্তি থাকলেও আলোচনা চলছে নবায়নের। আর্জেন্টাইন স্ট্রাইকারের পক্ষে চুক্তির বিষয়টি দেখছেন তার স্ত্রী ওয়ান্দা নারা, যিনি আবার তার এজেন্টও।

ইতালিয়ান ক্লাবটি নতুন চুক্তিতে দেরি করায় ক্ষোভ ঝরেছে নারার কণ্ঠে। ইন্টারের দিকে আঙুল তুলেছেন তিনি এই বলে, ‘আমাদের কোনও তাড়াহুড়ো নেই। তাকে (ইকার্দি) নিয়ে অনেক গুঞ্জনই শোনা যাচ্ছে, যেটা আসলে হওয়া উচিত নয়। ক্লাব থেকে তার আরও নিরাপত্তা ‍প্রত্যাশা করি। বুঝতে পারছি না এই সব খারাপ কথা ভেতর নাকি বাইরে থেকে আসছে।’

কথাগুলো যে ক্লাবকে উদ্দেশ্য করেই বলেছেন ইকার্দির স্ত্রী, তাতে সন্দেহ সামান্যই। ইন্টার তাই ইকার্দির কাছ থেকে কেড়ে নিয়েছে অধিনায়কত্ব। বিষয়টি মানতে পারেননি আর্জেন্টাইন স্ট্রাইকার। ওই ঘটনার পর ভিয়েনায় দলের সঙ্গে যেতে অস্বীকৃতি জানান তিনি। কোচ স্পালেত্তি বলেছেন, ‘তাকে (ইকার্দি) ডাকা হয়েছে, কিন্তু দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে ভিয়েনায় আসতে রাজি হয়নি সে।’ মার্কা