তারকাদের ছাড়া জমবে তো ঢাকা ক্রিকেট লিগ!

মুশফিক-তামিম-সাকিবকে ছাড়া অনেকখানি আকর্ষণ হারাবে ঢাকা প্রিমিয়ার লিগআগামী ৮ মার্চ শুরু হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। নিউজিল্যান্ড সফরের কারণে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার লিগের পুরোটা খেলতে পারবেন না। সাকিব-তামিম-মুশফিকের তো খেলার সম্ভাবনাই নেই। তারকাদের ছাড়া লিগ কতটা জমবে, তা নিয়ে এখনই ক্রিকেট মহলে প্রশ্ন।

লিগে বিশ্রাম চেয়ে এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। লিগের শুরু থেকে মাশরাফি মুর্তজার না খেলার সম্ভাবনাই বেশি। প্রথম পর্ব শেষে সুপার লিগে হয়তো খেলবেন ওয়ানডে অধিনায়ক। জাতীয় দলের প্রধান কোচ স্টিভ রোডস বিশ্বকাপের আগে কয়েকজন সিনিয়র খেলোয়াড়কে বিশ্রাম দিতে চান। কোচের দাবি মেনে নেওয়া হলে এবারের লিগ আকর্ষণ হারাবে নিশ্চিতভাবে।

২০ মার্চ নিউজিল্যান্ড সফর শেষ হলেও মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান ও সাইফউদ্দিন ৬ এপ্রিলের আগে লিগে খেলার সুযোগ পাবেন না। ততদিনে শেষ পর্যায়ে চলে যাবে লিগের খেলা। অবশ্য জাতীয় দলের মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মুমিনুল হক, সৌম্য সরকার, নাঈম হাসান, আবু জায়েদ রাহী এবং খালেদ আহমেদ ২২ মার্চ থেকে খেলার সুযোগ পাবেন। 

তবে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ ‘তারকাশূন্য’ লিগ থেকে একটা ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন। সোমবার লিগের প্লেয়ার্স ড্রাফট শেষে তিনি বলেছেন, ‘ঢাকা প্রিমিয়ার লিগের সঙ্গে অনেক ক্রিকেটারের রুটি-রুজি জড়িয়ে। আমাদের তাই নিশ্চিত করতে হবে লিগ যেন ঠিক সময়ে মাঠে গড়ায়। জাতীয় দলের ক্রিকেটাররা খেলতে না পারলে যে কোনও টুর্নামেন্টের আকর্ষণ কিছুটা হলেও কমে যায়। কিন্তু জাতীয় দলের এখন অনেক ব্যস্ততা। জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বসে থাকলে তো ঢাকা লিগই আয়োজন করা যাবে না! সারা বিশ্বে এভাবেই ক্রিকেট চলে। ভারতের রঞ্জি ট্রফি, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে প্রায়ই জাতীয় দলের খেলোয়াড়রা অংশ নিতে পারে না। তারকাদের অনুপস্থিতিতে ঢাকা লিগ কিছুটা জৌলুস হারালেও তরুণদের জন্য এটা দারুণ সুযোগ।’

বিপিএলের ফাইনালে আঙুলের ইনজুরিতে পড়া সাকিব আল হাসানের লিগে খেলার সম্ভাবনা নেই-ই বলা যায়। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেললেও তিনি হয়তো লিগে বিশ্রাম নেবেন। লিগের প্লেয়ার্স ড্রাফটেও তার নাম নেই।

ঢাকা লিগে সাকিবের অংশগ্রহণ নিয়ে বিসিবির তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। লিগে না খেললেও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার আইপিএলে খেলবেন সম্ভবত। এ সম্পর্কে সিসিডিএম চেয়ারম্যান জানিয়েছেন, ‘তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম আগেই জানিয়েছেন, তারা ঢাকা লিগে খেলবেন না। সাকিব আল হাসান ইনজুরিতে পড়েছেন। সেরে ওঠার পর বিসিবির সঙ্গে আলোচনা করে সাকিব সিদ্ধান্ত নেবেন তিনি ঢাকা লিগে নাকি আইপিএলে খেলবেন। এটা সিসিডিএমের হাতে নেই। সিদ্ধান্তটা নেওয়ার ভার বিসিবি এবং জাতীয় দলের ফিজিও-কোচিং স্টাফদের।’