চান্ডিমাল বাদ, ফিরলেন আকিলা ধনাঞ্জয়া

ওয়ানডে দলেও সুযোগ হয়নি দিনেশ চান্ডিমালেরদক্ষিণ আফ্রিকার সফরের টেস্ট দল থেকে বাদ পড়েন দিনেশ চান্ডিমাল। ওয়ানডে সিরিজের স্কোয়াডেও জায়গা হয়নি এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের। তবে তার চেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, আকিলা ধনাঞ্জয়াকে দলে নেওয়া। সন্দেহজনক বোলিং অ্যাকশনে এই স্পিনার এখন নিষিদ্ধ।

গত ডিসেম্বরে আকিলার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিষিদ্ধ করে তাকে। পরীক্ষায় দেখা গেছে তার কনুই ১৫ ডিগ্রির চেয়ে বেশি বাঁকে, যা আইসিসির বোলিং অ্যাকশনের ধারা লঙ্ঘন করে। তাই এই স্পিনারের বোলিং নিষিদ্ধ হয় আন্তর্জাতিক ক্রিকেটে। এরপরও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে তাকে রেখেছে শ্রীলঙ্কা।

প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট দল থেকে চান্ডিমালের বাদ পড়াটা ছিল বিস্ময়কর। পাঁচ দিনের ফরম্যাটের পর এবার একদিনের ক্রিকেটের স্কোয়াডেও জায়গা পেলেন না এই ব্যাটসম্যান। এর আগে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে সিরিজে খেলেছিলেন তিনি।

শুধু চান্ডিমাল নয়, ওই সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান দানুস্কা গুনাথিলাকা এবং অলরাউন্ডার- অসেলা গুনারত্নে, দাসুন শানাকা ও সেক্কুগে প্রসন্ন। তবে দলে জায়গা পেয়েছেন ২০১৬ সালে সবশেষ ওয়ানডে খেলা অ্যাঞ্জেলো পেরেরা, আর প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন ওশাদা ফার্নান্ডো।

ঘরোয়া ক্রিকেট ও ‘এ’ দলের পারফরম্যান্সে আবার জাতীয় দলের দরজা খুলেছে ব্যাটসম্যান উপুল থারাঙ্গা ও বাঁহাতি পেসার ইসুরু উদানার। ৩ মার্চ জোহানেসবার্গের ম্যাচ দিয়ে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে লঙ্কানদের নেতৃত্ব দেবেন লাসিথ মালিঙ্গা। ক্রিকইনফো

শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড: লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), অভিক্ষা ফার্নান্ডো, উপুল থারাঙ্গা, নিরোশান ডিকবেলা (সহ-অধিনায়ক), কুশল পেরেরা, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, আকিলা ধনাঞ্জয়া, অ্যাঞ্জেলো পেরেরা, ওশাদা ফার্নান্ডো, কামিন্দু মেন্ডিস, প্রিয়ামাল পেরেরা, ইসুরু উদানা, বিশ্ব ফার্নান্ডো, কাসুন রাজিথা, লাকশান সান্দাকান।