গেইলের ছক্কার বিশ্ব রেকর্ড

ক্রিস গেইলআন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার বিশ্ব রেকর্ড গড়েছেন ক্রিস গেইল। প্রায় ৮ মাস পর জাতীয় দলের জার্সি গায়ে দিয়েই বিধ্বংসী রূপ নেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান। ইংল্যান্ডের বিপক্ষে ১২ ছয়ের প্রথমটি হাঁকিয়ে শহীদ আফ্রিদিকে পেছনে ফেলে সর্বোচ্চ ছক্কার মালিক হন গেইল।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে সব মিলিয়ে এখন গেইলের ছয় ৪৮৮টি। গত জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে ৫টি ছয় মেরে আফ্রিদির পাশে বসেন তিনি।

বৃহস্পতিবার ব্রিজটাউনে প্রথম ছয়ে আফ্রিদিকে টপকে গেলেন ৩৯ বছর বয়সী ব্যাটসম্যান। পাকিস্তানি অলরাউন্ডার তার ৫২৪ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪৭৬টি ছয় মারেন। ইংল্যান্ডের বিপক্ষে এরপর আরও ১১ বার বল সীমানার ওপারে আঁছড়ে ফেলে গেইল।

ওয়ানডেতে এখন ক্যারিবিয়ান ওপেনারের ছক্কা ২৮৭টি, টেস্টে ৯৮টি, আর টি-টোয়েন্টিতে ১০৩টি।

নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম ৩৯৮ ছয় হাঁকিয়ে তৃতীয় স্থানে। শীর্ষ পাঁচের বাকি দুইজন সনাৎ জয়াসুরিয়া (৩৫২) ও রোহিত শর্মা (৩৪৯)।

১২৯ বলে ৩ চার ও ১২ ছয়ে এদিন গেইল খেলেছেন ১৩৫ রানের দুর্দান্ত এক ইনিংস।