ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন গেইল। তার ১৪টি ছয়ে সাজানো ইনিংসে চড়ে ক্যারিবিয়ানরা ওয়ানডেতে তাদের সর্বোচ্চ রান তুলেছে। সিরিজে তারা ২-১ ব্যবধানে পিছিয়ে থাকলেও গেইলের ব্যাট তাণ্ডব চালাচ্ছে।
তিন ইনিংসে দ্বিতীয় সেঞ্চুরি করলেন এই বাঁহাতি ওপেনার। ১১৫.৬৬ গড় ও ১২০.০৬ স্ট্রাইক রেটে রান ৩৪৭। ব্রায়ান লারার পর দ্বিতীয় উইন্ডিজ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ১০ হাজার রান পূর্ণ করলেন গেইল। এমন পারফরম্যান্সের পর নিজেই অবাক। আর তাই তো ঘোষণার ১০ দিন পরই অবসর নিয়ে নতুন করে ভাবছেন ৩৯ বছর বয়সী ওপেনার।
ফিটনেস পুনরুদ্ধার করতে পারলে ওয়ানডেতে আরও খেলে যাবেন বললেন গেইল, ‘আমার খেলা অন্যতম রোমাঞ্চকর ম্যাচ এটা। চমৎকার একটা ইনিংস ছিল। আমি অনেক বেশি টি-টোয়েন্টি ক্রিকেট খেলি। তাই ৫০ ওভারের ক্রিকেটে ফেরা সবসময় কঠিন। কিন্তু এই সংস্করণে আমার শরীর বেশ মানিয়ে নিচ্ছে। আমাকে আরও একটু খাটতে হবে এবং তারপরই হয়তো আরও অন্যরকম ক্রিস গেইলকে দেখবেন, সম্ভবত। সবকিছু দ্রুত পাল্টে যায়। দেখা যাক কী হয়।’
আগের শরীরকে প্রাধান্য দিতে চান ৪০ ছুঁইছুঁই গেইল, ‘আসল ব্যাপার হলো শরীর। আমি এখন ৪০ এর কাছাকাছি। অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসবো কিনা? দেখা যাক। ধীরেসুস্থে ভাববো এটা।’ ক্রিকইনফো