X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
০৪ জুলাই ২০২৫, ০৭:০২আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৭:০২

বার্বাডোজে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে যা ঘটেছিল, সেটাই যেন ফিরে এলো গ্রেনাডায় তাদের প্রথম ইনিংসে। সেই টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতা, তারপর বেউ ওয়েবস্টার ও অ্যালেক্স ক্যারিতে উদ্ধার। বৃহস্পতিবার সেন্ট জর্জেসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিন এই দুই মিডল অর্ডার ব্যাটারের ফিফটিতে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া।

ট্রাভিস হেডের বিরুদ্ধে টিভি আম্পায়ার যখন শাই হোপের অসাধারণ ক্যাচের বৈধতা দিলেন, তখন অস্ট্রেলিয়া ১১০ রানে পঞ্চম উইকেট হারিয়ে ধুঁকছে। ৫০ রানে তিন উইকেট হারিয়ে তারা যে ধাক্কা খেয়েছিল, তার রেশ কেটেছে হেডের বিদায়ে।

তারপর ওয়েবস্টার ও ক্যারি ২৫ ওভার ব্যাট করে ১১২ রান যোগ করেন। ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে ম্যাচ বের করে আনেন তারা। পরে লোয়ার অর্ডারে আঘাত করে ৬৭ ওভারের মধ্যে অজিদের ২৮৬ রানে অলআউট করেছে ক্যারিবিয়ানরা।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আলজারি জোসেফ সর্বোচ্চ চার উইকেট নেন। দুটি উইকেট গেছে জেইডেন সিলসের পকেটে।

দিন শেষ হতে তখনও কিছু সময় বাকি থাকায় ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ব্যাট করতে নামছিল। কিন্তু ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল ক্রিজে দাঁড়ানোর আগেই আম্পায়ার আলোর স্বল্পতায় দিন শেষের ঘোষণা দেন।

টসে জিতে অস্ট্রেলিয়া ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। উসমান খাজা ও স্যাম কনস্টাস শুরুটা ভালো করেন। ২ রান করে ৬ হাজার রানের ক্লাবে জায়গা পাওয়া খাজা ইনিংস লম্বা করতে পারেননি। আলজারির বলে দলীয় ৪৭ রানে ভাঙে ওপেনিং জুটি।

তিন রানে অজিরা ৩ উইকেট হারায় কনস্টাস (২৫) ও আঙুলের ইনজুরি কাটিয়ে ফেরা স্টিভ স্মিথের (৩) বিদায়ে।

ক্যামেরন গ্রিন ও হেড এই বিপদ কাটানোর ইঙ্গিত দিলেও ৪৩ রানের বেশি যোগ করতে পারেননি। ২৬ রানে গ্রিন ও ২৯-এ থামেন হেড।

অস্ট্রেলিয়া বিপাকে পড়লে তাদের উদ্ধার করেন ওয়েবস্টার ও ক্যারি। দুজনেই করেন হাফ সেঞ্চুরি। ওয়েবস্টার ৬০ রান করে রান আউট হন। ইনিংস সেরা ৬৩ রান আসে ক্যারির ব্যাটে।

৩৯ রানের মধ্যে শেষ চার উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার তিনশ করা হয়নি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা গ্রেফতার
জোতার মৃত্যুতে ক্লাব বিশ্বকাপে শোকে মুহ্যমান আল হিলাল
জোতার মৃত্যুতে ক্লাব বিশ্বকাপে শোকে মুহ্যমান আল হিলাল
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা