জয়ে ভিভকে টপকালেন অধিনায়ক কোহলি

29Kohlitonএকে একে বেশ কয়েকটি ব্যাটিং রেকর্ড নিজের ঝুলিতে ভরেছেন বিরাট কোহলি। এবার অধিনায়ক হিসেবে তিনি ছাড়িয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডসকে।

হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জিতেছে ভারত। জাতীয় দলের অধিনায়ক কোহলির এটি ৪৮তম হয়। ৬৪ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েই তিনি পেছনে ফেলেছেন ভিভ রিচার্ডসকে। সাবেক ব্যাটসম্যান ভিভ অধিনায়ক হিসেবে জেতেন ৪৭ ম্যাচ।

অধিনায়ক হিসেবে ৬৪ ওয়ানডে খেলেই সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন কোহলি। আর চারটি জয় পেলে ছাড়িয়ে যাবেন সবাইকে। সর্বোচ্চ জয় পাওয়া অধিনায়ক হিসেবে তার উপরে আছেন রিকি পন্টিং (৫১) ও ক্লাইভ লয়েড (৫০)।

পাঁচ ম্যাচের সিরিজে শুরুতে ১-০ গোলে এগিয়ে গেছে ভারত। ম্যাচ শেষে কোহলি বলেছেন, ‘বল হাতে আমরা ভালো করেছি। আলোর নিচে যতটা আশা করেছিলাম উইকেটের কাছ থেকে, তেমনটা পাইনি। এটা বিস্ময়কর। মহেন্দ্র সিং ধোনি ও কেদার যাদবের জুটি ছিল অসাধারণ। তারাই জয়ের মঞ্চ তৈরি করেছে।’

মঙ্গলবার নাগপুরে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্টেলিয়া। ক্রিকইনফো