টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার ‘নতুন মুখ’ মারক্রাম-নোর্টি

টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় এইডেন মারক্রাম (বামে) ও অ্যানরিখ নোর্টিটেস্ট সিরিজে হারলেও ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে নিজেদের শক্তি দেখিয়েছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিপক্ষে এবার তাদের টি-টোয়েন্টির মিশন। ১৯ মার্চ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে প্রোটিয়ারা।

কুড়ি ওভারের সিরিজে নতুন মুখ এইডেন মারক্রাম ও অ্যানরিখ নোর্টি। মারক্রাম টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে পা রাখলেও খেলা হয়নি এখনও টি-টোয়েন্টি। শ্রীলঙ্কার বিপক্ষে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণের দরজাও হয়তো খুলে যাচ্ছে এই ব্যাটসম্যানের। পেসার নোর্টির আন্তর্জাতিক অভিষেক হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে। এবার টি-টোয়েন্টি দলেও সুযোগ হয়ে গেল তার।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড দুটো আলদা স্কোয়াড ঘোষণা করেছে তিন ম্যাচের টি-টোয়েন্টির জন্য। মারক্রাম পুরো সিরিজের স্কোয়াডে থাকলেও নোর্টি আছেন কেবল শেষ দুটি ম্যাচের জন্য। স্কোয়াডের আরেক নতুন মুখ ব্যাটসম্যান সিনেথেম্বা কেশিলের অবস্থাও একই।

প্রথম টি-টোয়েন্টিতে সেরা স্কোয়াডই রেখেছে দক্ষিণ আফ্রিকা। তবে ওই ম্যাচ খেলেই বিশ্রামে চলে যাবেন দলের সিনিয়র খেলোয়াড়- ফাফ দু প্লেসি, কুইন্টন ডি কক, ইমরান তাহির ও কাগিসো রাবাদা। তাদের জায়গা পূরণ করবেন ক্রিস মরিস ও লুথো সিপামলা। আর শেষ দুই টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন জেপি দুমিনি। ক্রিকবাজ

প্রথম টি-টোয়েন্টির স্কোয়াড: ফাফ দু প্লেসি (অধিনায়ক), কুইন্টন ডি কক, জেপি দুমিনি, রিজা হেনড্রিকস, ইমরান তাহির, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, অ্যানরিখ নোর্টি, আন্দিলে ফেলুকাও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, ডেল স্টেইন, রাসি ফন ডের ডুসেন।

দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টির স্কোয়াড: জেপি দুমিনি (অধিনায়ক), রিজা হেনড্রিকস, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, ক্রিস মরিস, অ্যানরিখ নোর্টি, আন্দিলে ফেলুকাও, ডোয়াইন প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে, তাবরেজ শামসি, লুথো সিপামলা, ডেল স্টেইন, রাসি ফন ডের ডুসেন।