এনামুলের টানা তিন সেঞ্চুরির কীর্তি

এনামুল হক (ফাইল ছবি)সাভারের পর আবাহনী লিমিটেডের বিপক্ষে ফতুল্লাতেও ব্যাট হাতে এনামুল হকের উচ্ছ্বাস। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা তৃতীয় সেঞ্চুরি উদযাপন করলেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ডানহাতি ব্যাটসম্যান। মোহাম্মদ আশরাফুলের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।

শুক্রবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ১২৫তম বলে সেঞ্চুরির দেখা পান এনামুল। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে এটি ছিল তার ১২তম সেঞ্চুরি। বিকেএসপির তিন নম্বর মাঠে আগের দুই ম্যাচেও তিন অঙ্কের ঘরে রান করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

প্রথম দুই ম্যাচে শুরুটা দারুণ করলেও ৩৭ ও ২৮ রানে বিদায় নেন তিনি। তারপর থেকে তার ব্যাট হাসছে। ১৪ মার্চ লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১০০ রানে অপরাজিত ছিলেন এনামুল। এর পাঁচ দিন পর শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষেও সেঞ্চুরি আসে তার ব্যাটে। সাভারের আগুনে ফর্ম ধরে রেখে ফতুল্লার মাঠ মাতান তিনি। তাতে ৫ উইকেটে ৩০২ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক।

সেঞ্চুরির হ্যাটট্রিকের পথে ৬১ বলে প্রথম পঞ্চাশ ছোঁন এনামুল। পরের পঞ্চাশের দেখা পেতে বেশ সময় লেগেছে তারা। ৫ চার ও ২ ছয়ে সেঞ্চুরি করেন এই ২৬ বছর বয়সী ব্যাটসম্যান। তিন অঙ্কের ঘরে পৌঁছানোর পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি তিনি। ১২৮ বল খেলে ৫ চার ও ২ ছয়ে ১০২ রানে থামে তার দারুণ ইনিংস। নাজমুল ইসলাম অপুর কাছে এলবিডাব্লিউ হন এনামুল।

গত আসরের শেষ দিকে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে টানা তিন সেঞ্চুরি করেন আশরাফুল। এবার তার সঙ্গে ভাগ বসালেন জাতীয় দলে উপেক্ষিত থাকা এনামুল।