ল্যাথামের নেতৃত্বে নিউজিল্যান্ডের বিশ্বকাপ প্রস্তুতি

টম ল্যাথামবিশ্বকাপ প্রস্তুতি নিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের একটি সিরিজ খেলবে নিউজিল্যান্ড, যার নেতৃত্বে থাকবেন টম ল্যাথাম।

প্রস্তুতিটা বিশ্বকাপের। কিন্তু তাসমান সাগর পাড়ি দিতে যাওয়া ১৩ জনের দলের মধ্যে ৫ জন বিশ্বকাপ খেলার টিকিট পেয়েছেন।

১৫ জনের বিশ্বকাপ দলের মাত্র ৫ জন খেলবেন এই সিরিজে। ৯ জন আইপিএল খেলতে ভারতেই থাকবেন, আর রস টেলর ব্যস্ত থাকবেন নটিংহ্যামশায়ারে।

বিশ্বকাপ দলে থাকা হেনরি নিকোলস, ম্যাট হেনরি, জিমি নিশাম ও টম ব্লান্ডেল যোগ দেবেন ল্যাথামের সঙ্গে।

তবে অস্ট্রেলিয়া তাদের বিশ্বকাপ দল নিয়েই এই তিন ম্যাচ খেলবে। সোমবার তারা ঘোষণা করবে দল। নির্বাচিত খেলোয়াড়দের আইপিএল থেকে ফেরত আনা হবে।

কিন্তু নিউজিল্যান্ড আইপিএল থেকে খেলোয়াড়দের ডাকবে না। তারা যাচাই করতে চায় এই সিরিজের বাকি ৮ জনকে, যাতে বিশ্বকাপে কোনও খেলোয়াড় ইনজুরিতে পড়লে ব্যাকআপ পেতে অসুবিধা না হয়।

এই তিনটি ওয়ানডে অফিসিয়াল হিসেবে ধরা হবে না। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে ৫, ৭ ও ৯ মে হবে এই ম্যাচগুলো। ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেওয়ার আগে দেশে ফিরবেন নিউজিল্যান্ডের খেলোয়াড়রা।

নিউজিল্যান্ড দল: টম ল্যাথাম, টড অ্যাস্টল, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, হেনরি নিকোলস, হামিশ রাদারফোর্ড, ব্লেয়ার টিকনার, জর্জ ওয়ার্কার ও উইল ইয়াং। ক্রিকইনফো