ভারতের বিশ্বকাপ দল নিয়ে সন্তুষ্ট দ্রাবিড়

রাহুল দ্রাবিড়বিশ্বকাপের আগে শেষ ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৩-২ ব্যবধানে হেরেছে স্বাগতিক ভারত। কিন্তু সেটা বিশ্বকাপে বড় কোনও প্রভাব ফেলবে না বিশ্বাস করেন রাহুল দ্রাবিড়। এই দল নিয়ে সন্তুষ্টি জানালেন সাবেক ভারতীয় ব্যাটসম্যান।

গত মার্চে ৫ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে যায় ভারত। পরের তিনটি দাপট দেখিয়ে জেতে অস্ট্রেলিয়া। শুধু এক সিরিজ দিয়ে দলকে বিচার করতে চান না সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান। গত কয়েক বছরে দুর্দান্ত পারফরম্যান্সে ভারত র‌্যাংকিংয়ের দুই নম্বরে উঠেছে, এটাই তাদের সাফল্যের প্রমাণ মনে করেন দ্রাবিড়।

বিশ্বকাপে ভারতকে ফেভারিট মানছেন তিনি নির্দ্বিধায়, ‘গত ৩০ মাসে ভারত সত্যিই ভালো খেলেছে। সবশেষ সিরিজ হেরেছে, কিন্তু অস্ট্রেলিয়া যেভাবে খেলেছে তারা অবশ্যই কৃতিত্বের দাবিদার। আর শেষ দিকে খুব ব্যস্ত সময় কেটেছে। তবে র‌্যাংকিং (আইসিসি) প্রমাণ করে ভারত ঠিক জায়গায় আছে এবং এক নম্বর হতে বিশ্বকাপ জেতা উচিত তাদের।’

ভারতের ১৫ জনের বিশ্বকাপ দল নিয়ে কোনও প্রশ্ন নেই দ্রাবিড়ের। আম্বাতি রাইডু ও ঋষভ পান্তকে বাদ দেওয়ার পরও এই দলকে ভারসাম্যপূর্ণ মানছেন তিনি, ‘ভারতের খুব ভালো একটি দল আছে, বিশ্বকাপের জন্য এই দলটি ভারসাম্যপূর্ণ।’

তিনি আরও যোগ করেছেন, ‘অনেক সমন্বয় আছে এবং বিকল্পও আছে। এখন টুর্নামেন্টে পারফর্ম করাই আসল। একটি বা দুটি নাম নিয়ে প্রশ্ন থেকেই যায়। কিন্তু যে দল বাছাই করা হয়েছে তাকে সমর্থন দেওয়া উচিত এবং আশা করি তারা ভালো করবে।’ আইসিসি