মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় জীবন প্রদীপ নিভে গেছে পর্তুগালের সম্ভাবনাময় তরুণ ফুটবলার ডিওগো জোতা। বৃহস্পতিবার স্পেনের জারামো প্রদেশে ওই দুর্ঘটনায় ব্যক্তিগত গাড়িতে থাকা ছোট ভাই আন্দ্রেও মারা গেছেন। তাদের আকস্মিক প্রয়াণে শোকে ভাসছে ক্রীড়াজগত।
জোতা মাসখানেক আগে লিভারপুলের ২০তম প্রিমিয়ার লিগ ট্রফি জয় উদযাপন করেছিলেন। চুক্তি অনুযায়ী আরও দুই বছর তাদের সঙ্গে খেলতেন। কিন্তু অমোঘ নিয়তি তাদের আলাদা করে দিলো। তাই বলে লিভারপুল জোতার সঙ্গে সম্পর্ক শেষ করছে না। চুক্তির বাকি অর্থ তার পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অলরেডরা। পর্তুগিজ আউটলেটগুলো এই কথা জানিয়েছে।
এছাড়া জোতার ২০ নম্বর জার্সিকে অবসরে পাঠানো হচ্ছে। আজ শনিবার পর্তুগালে শোকাবহ পরিবেশে সম্পন্ন হয়েছে তাদের অন্তেষ্টিক্রিয়া।
২০২০ সালে লিভারপুলে চুক্তি করেন জোতা। দুই বছর পর পাঁচ বছরের চুক্তি নবায়ন করেন তিনি। ২০২৭ সাল পর্যন্ত তার চুক্তির মেয়াদ। এই সময়ে ১ কোটি ৪৫ লাখ পাউন্ড পেতেন তিনি। সেই অর্থ তার পরিবারের হাতে তুলে দেবে লিভারপুল।
এছাড়া তার সদ্য বিবাহিতা স্ত্রী ও তিন সন্তানকে দেখভালের সিদ্ধান্ত নিয়েছে।