ওয়ানডে স্ট্যাটাস পেলো যুক্তরাষ্ট্র-ওমান

ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার উল্লাস যুক্তরাষ্ট্র ও ওমানেরপ্রথমবার ওয়ানডে স্ট্যাটাস পেলো যুক্তরাষ্ট্র। তাদের সঙ্গে একই মর্যাদা পেয়েছে ওমান। বুধবার ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন টু’র ম্যাচ জিতে এই অর্জনের খাতায় নাম লিখলো দল দুটি।

হংকংকে ৮৪ রানে হারিয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার ওয়ানডে স্ট্যাটাস নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। চার ম্যাচে এটি ছিল তাদের তৃতীয় জয়। টেবিলের শীর্ষ চারে থাকা নিশ্চিত করেছে তারা। ছয় দলের এই টুর্নামেন্টে সেরা চারে থাকা দল স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও নেপালের সঙ্গে যোগ দিবে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু’এ।

ওমানের কাছে ৬ উইকেটের হারে টুর্নামেন্ট শুরু করেছিল যুক্তরাষ্ট্র। এরপর নামিবিয়াকে ২ রানে হারিয়ে, পাপুয়া নিউ গিনির বিপক্ষে ১০ উইকেটে জেতার পর সবশেষ ম্যাচে হংকংকে হারালো তারা। কানাডার বিপক্ষে শেষ ম্যাচটি জিতে টুর্নামেন্টের ফাইনাল খেলতে চায় আমেরিকানরা।

যুক্তরাষ্ট্র ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পৌনে এক ঘণ্টা পর নামিবিয়াকে হারিয়েছে ওমান। তাতে তারাও ২০তম ওয়ানডে জাতি হিসেবে স্ট্যাটাস পেলো। যুক্তরাষ্ট্র, কানাডা ও হংকংকে হারানোর পর নামিবিয়ার বিপক্ষে ৪ উইকেটে জিতেছে দলটি। চার বছর আগে এই দলকে হারিয়ে টি-টোয়েন্টির স্ট্যাটাস পেয়েছিল ওমান। ফাইনালের আগে পাপুয়া নিউ গিনির বিপক্ষে ম্যাচ খেলবে তারা। ক্রিকইনফো, আইসিসি