‘বিশ্বকাপে ভালো করার সামর্থ্য আছে পাকিস্তানের’

বিশ্বকাপে পাকিস্তানের ভালো সম্ভাবনা দেখছেন শাদাবইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ বিশ্বকাপের আগে পাকিস্তানের জন্য সেরা প্রস্তুতির উপলক্ষ। কিন্তু তিন ম্যাচ শেষে ২-০ তে পিছিয়ে থেকে সিরিজ হারার শঙ্কায় তারা। তাই বলে একে বিশ্বকাপের আগে দলের জন্য অশনি সঙ্কেত মনে করছেন না লেগ স্পিনার শাদাব খান।

ভাইরাস সংক্রমণের পর সুস্থ হয়ে ইংল্যান্ডে রওনা হয়েছেন শাদাব। তার মতে, দ্বিপাক্ষিক সিরিজ ও বিশ্বকাপ সম্পূর্ণ আলাদা। পাকিস্তান বিশ্বমঞ্চে ভালো কিছু করতে পারবে বিশ্বাস তার। বিশ্বকাপে যে কোনও দলকে তারা হারাতে পারবে মনে করেন শাদাব।

অবশ্য পাকিস্তানের বোলিং বিভাগ ভালো করতে পারছে না স্বীকার করলেন এই স্পিনার। তারপরও শঙ্কিত নন ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি জয়ী শাদাব, ‘বিশ্বকাপে ভালো করার শতভাগ সামর্থ্য আমাদের দলের আছে। তারা ধুঁকছে, (কিন্তু) অন্য দলগুলোও অন্যভাবে ভুগছে। সব মিলিয়ে তারা ভালো খেলছে।’

তবে ব্যাটসম্যানদের পারফরম্যান্সে সন্তুষ্ট ৩৪ ওয়ানডেতে ৪৭ উইকেট নেওয়া এই স্পিনার, ‘আজকাল আপনাকে উইকেট নিতেই হয়, কারণ ক্রিকেট এখন খুব গতিময় এবং সাড়ে তিনশ রানও যথেষ্ট নয়। হ্যাঁ, আমরা মাঝের দিকে বোলিং নিয়ে ভুগছি। কিন্তু ব্যাটসম্যানরা যা পারফর্ম করছে তা ভালো লক্ষণ।’ আইসিসি