বাংলাদেশের হাতে ট্রফি দেখছেন সুজন

খালেদ মাহমুদ সুজনগত ১০ বছরে ছয়বার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতে এবার সেই ‍দুর্দশা কাটবে বিশ্বাস করেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন

এর আগে এশিয়া কাপ সহ ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলে অল্পের জন্য হারতে হয়েছে বাংলাদেশকে। ওইসব অভিজ্ঞতা এখনও কষ্ট দেয় সুজনকে। অবশ্য এবার আশাবাদী তিনি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নিজের প্রত্যাশার কথা সাংবাদিকদের জানালেন সাবেক এই পেসার, ‘ফাইনাল হারা সবসময়ই কষ্টের, কাছাকাছি গিয়ে হারা আরও কষ্ট দেয়। আমরা এশিয়া কাপ ফাইনালে ২ রানে পাকিস্তানের কাছে হারলাম। ওখান থেকে আমরা অনেক শিখেছি। আগে যেসব ফাইনাল হেরেছি, সেখানে আন্ডারডগ ছিলাম। এবার আয়ারল্যান্ড সিরিজে আমরা ফেভারিট। বাংলাদেশ দল খেলছেও ফেভারিটের মতো। ভাগ্যটা গুরুত্বপূর্ণ, তবে স্কিলের মাধ্যমে আমরা হয়তো ভাগ্যকে জয় করতে পারবো।’

এই ত্রিদেশীয় সিরিজে প্রত্যেকেই আছেন দুর্দান্ত ফর্মে। তাতে মধুর সমস্যায় পড়েছে বাংলাদেশ, ফাইনালের জন্য সেরা সমন্বয় তৈরি করা বেশ কঠিন হচ্ছে টিম ম্যানেজমেন্টের জন্য। যদিও এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন সুজন, ‘যেহেতু ১১ জনের খেলা, ম্যানেজমেন্ট বসে সিদ্ধান্ত নিবে। কাকে নিলে সবচেয়ে বেশি অবদান রাখতে পারবে সেটা তাদের বাছাই করতে হবে। সবার মধ্যে সুস্থ একটা প্রতিযোগিতা চলছে, এটা ভালো। সবাই পারফর্ম করছে, এগুলো পুরো দলকেই জাগিয়ে তুলবে বলে মনে করি। সব বোলার যখন ভালো করে, তখন নিজের সেরাটা করতে চাইবে টিকে থাকার প্রয়াসে। খেলোয়াড়দের দায়িত্ব তো সবসময়ই থাকে। তবু এটা একটা ভালো প্রতিযোগিতা তৈরি হবে, যেহেতু সবাই ফর্মে আছে।’

এই ফাইনালে কেমন কম্বিনেশন হতে পারে, সেটা নিজের মতো করে জানালেন সুজন, ‘আজকে আমরা মিরাজকে খেলাতে পারি, তাকে স্বাভাবিকভাবে প্রয়োজন। গত ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে আমরা চার পেসার নিয়ে অনেকদিন পর খেললাম। চার পেসার নিয়েই খেলবে কিনা সেটা টিম ম্যানেজমেন্টে আলোচনা করবে। সৌম্য ব্যাটিংয়ে ধারাবাহিক, সেটাও একটা বড় ব্যাপার। লিটনও রান করেছে, মিঠুনও। যদিও গত ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। ফাইনালে কারা খেলবে, আসলে কন্ডিশন গুরুত্বপূর্ণ। সেরা বোলিং আক্রমণ সাজাতে হবে। মোস্তাফিজকে মনে হয় ফেরানো হবে, অবশ্যই মাশরাফি খেলবে। সাইফউদ্দিনকে মনে করি বর্তমান সময়ের সেরা ডেথ বোলার। পাঁচ বোলারই হয়তো বা খেলবে। ব্যাটিংয়ে লিটন ভালো খেললেও আমার মনে হয় সৌম্যকে খেলাবে।’

ত্রিদেশীয় সিরিজে সব বিভাগে দারুণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ। দাপুটে জয় পেয়েছে তিন ম্যাচেই। ডাবলিনে শুক্রবার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে ঘুচবে শিরোপা খরা। সবকিছু ছাপিয়ে সুজনও আশাবাদী ‘লাকি সেভেনে’ ভাগ্য বদলাতে পারবে মাশরাফিরা! সাবেক এই ক্রিকেটারের মতোই আশাবাদী বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।