বিশ্বকাপে নিউজিল্যান্ডের প্রথম ম্যাচে শঙ্কায় ল্যাথাম

টম ল্যাথামআঙুলে চোট পেয়েছেন টম ল্যাথাম। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কায় পড়েছে নিউজিল্যান্ড।

১ জুন কার্ডিফে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হবে নিউজিল্যান্ডের বিশ্বকাপ। তার আগে ওভাল ও ব্রিস্টলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে কিউইরা। নিউজিল্যান্ড সংবাদমাধ্যম স্টাফ রিপোর্ট করেছে, এই তিন ম্যাচেই অনিশ্চিত ল্যাথাম। যদিও সুস্থ হওয়ার পথে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তাই ১৯ মে দলের সঙ্গে ইংল্যান্ডের বিমানে উঠবেন তিনি।

নিউজিল্যান্ড একাদশ ও অস্ট্রেলিয়া একাদশের মধ্যকার প্রস্তুতি ম্যাচে পাওয়া চোটে সময়মতো সেরে না উঠলে ল্যাথামের জায়গা নিবেন টম ব্লান্ডেল। ১৯৮৭ সালে ড্যানি মরিসনের পর প্রথম কিউই ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে ওয়ানডে অভিষেক হবে তার।

দলের নির্বাচক প্রধান গ্যাভিন লারসেন জানান, বিশ্বকাপ দলে না থাকলেও স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান টিম সেইফার্ট ও বিজে ওয়াটলিংকে। অবশ্য দলের সঙ্গে তাদের কাউকেই পাঠানো হচ্ছে না ইংল্যান্ডে। আইসিসি