ঢাকা এফএমে ক্রিকেট বিশ্বকাপ

বিশ্বকাপের লাইভ ধারাবিবরণী প্রচার করবে ঢাকা এফএমক্রিকেট মানে উন্মাদনা। আর সেটা যদি হয় বিশ্বকাপ, তাহলে তো কথাই নেই! উৎসবের আমেজ গোটা ক্রিকেট বিশ্বে। বাংলাদেশের ক্রিকেটভক্তদের সেই উৎসবটা আরও রঙিন করতে নতুন আঙ্গিকে আসছে দেশের সবচেয়ে বড় রেডিও নেটওয়ার্ক ঢাকা এফএম ৯০.৪। দেশের ৬৪ জেলায় বিশ্বকাপের লাইভ ধারাবিবরণী প্রচার করবে এই রেডিও।

আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট ওয়ানডে বিশ্বকাপ। ইতিমধ্যে অংশ নিতে যাওয়া ১০ দল চূড়ান্ত করেছে তাদের স্কোয়াড। যদিও ২৩ মে’র আগে ওই স্কোয়াডে পরিবর্তনের সুযোগ আছে দলগুলোর।

৩০ মে বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশের প্রথম খেলা ২ জুন। লন্ডনের দ্য ওভালে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড ও ওয়েলসের ৮ ভেন্যুতে ঘুরে ঘুরে বিশ্বকাপের লিগ পর্বের ৯ ম্যাচ খেলবে মাশরাফিরা।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কথা চিন্তা করেই ২০১৯ বিশ্বকাপের প্রতিটি ম্যাচের লাইভ ধারাবিবরণী প্রচার করবে ঢাকা এফএম ৯০.৪।

প্রতিটি ম্যাচ একযোগে লাইভ প্রচার করা হবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বগুড়া, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, সিলেট ও কক্সবাজার স্টেশন থেকে।

ঢাকা এফএমে ধারাভাষ্যকার হিসেবে থাকছেন নাবিল কায়সার, মাহফুজুল আলম, রুবায়েদ ইফতেখার মাহবুব, কুমার কল্যাণ সহ অনেকেই।