চাপ সামলানো হবে ভারতের বড় চ্যালেঞ্জ: কোহলি

ভারত ছাড়ার আগে সংবাদ সম্মেলনে কোহলিএই বিশ্বকাপে চাপ মোকাবিলা করাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন বিরাট কোহলি। ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার আগে ভারত অধিনায়ক বললেন, কন্ডিশনের চেয়ে টুর্নামেন্টে চাপমুক্ত থাকা হবে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

দেশের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে ৩-২ এ ওয়ানডে সিরিজ হেরে যাওয়ার পরও স্বতঃস্ফূর্ত ভারত। বিশ্বের দুই নম্বর র‌্যাংকিংয়ে থেকে ইংল্যান্ড যাচ্ছে তারা। অন্য অনেকের চেয়ে বেশ পরে যুক্তরাজ্যে পা রাখছে তারা, তারপরও অধিনায়ক মনে করেন না কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া খুব কঠিন হবে।

এনিয়ে আক্ষেপ নেই কোহলির, ‘আগেভাগে কোনও জায়গায় যেতে পারলে ভালো, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে খেলার আগে স্নায়ুচাপ এড়ানো যায়। কিন্তু সাদা বলের ক্রিকেট, ইংল্যান্ডে খেলা, আইসিসি টুর্নামেন্টে অংশ নেওয়া আর কন্ডিশন খুব একটা ভিন্ন নয় কিংবা তেমন কঠিন নয় টেস্ট ক্রিকেটের তুলনায়। বিশ্বকাপে চাপ সামলানো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কন্ডিশন নয়।’

কোচ রবি শাস্ত্রী খেলোয়াড়দের ধারাবাহিকতা ধরে রাখার পরামর্শ দিলেন। আর খেলোয়াড়রা তাদের সম্ভাব্য সেরাটা দিতে পারলে ভারত তৃতীয় শিরোপা জিততে পারবে বিশ্বাস তার, ‘এটা দারুণ একটা সুযোগ। এই দলকে নিয়ে চিন্তা করুন, তারা গত পাঁচ বছরে কী করেছে! তারা চমৎকার খেলেছে। এখন ধারাবাহিকতা ধরে রাখতে হবে এবং ভিন্নভাবে খেলা যাবে না, কারণ এটা বিশ্বকাপ। এটা উপভোগের মঞ্চ। যদি সম্ভাব্য সেরাটা দেওয়া যায় তাহলে শিরোপা আসবে।’ ক্রিকইনফো