১৯৯২ সালের পর প্রথমবার রাউন্ড রবিন পদ্ধতিতে হচ্ছে বিশ্বকাপ। ১০ দল প্রত্যেকে একে অপরের সঙ্গে লড়বে, সেরা চার দল খেলবে সেমিফাইনাল। আর এই বদলে যাওয়া ফরম্যাটের কারণেই প্রতিদ্বন্দ্বিতা বাড়বে মনে করছেন অধিনায়করা। লন্ডনের দ্য ওভালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে ৩০ মে শুরু হবে বিশ্বকাপ।
এউইন মরগান ও মাশরাফি মুর্তজা সহ ১০ দলের অধিনায়করা নেমে যেতে প্রস্তুত। প্রত্যেকে সমীহ পাচ্ছে এই বিশ্বকাপে। ইংল্যান্ড অধিনায়ক মরগান বলেছেন, ‘আমি মনে করি না কেউই একে অন্যর চেয়ে উপরে। বিশ্বের সেরা দল দল এখানে, এটা হবে অসাধারণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। মানসম্পন্ন ক্রিকেট হবে এবার, তাই আমরা সত্যিই খেলতে উন্মুখ হয়ে আছি।’
ভারত অধিনায়ক বিরাট কোহলি ইংল্যান্ডকে শক্তিশালী প্রতিপক্ষ মানছেন, ‘এই টুর্নামেন্টে ইংল্যান্ড তাদের কন্ডিশনে সবচেয়ে শক্তিশালী দল। কিন্তু সব দলেই অনেক শক্তিশালী এবং দারুণ ভারসাম্যপূর্ণ। মূল কথা হচ্ছে আমাদের সবাইকে একবার করে প্রত্যেকের সঙ্গে খেলতে হবে। আমি মনে করি এটাই হবে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিশ্বকাপ যা আগে কেউ কখনও দেখেনি।’
২০১৭ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফি জয়ী পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ বেশ আত্মবিশ্বাসী, ‘সব দল সত্যিই ভারসাম্যপূর্ণ। আমার মনে হয়, দর্শকরা সেরা ক্রিকেট ম্যাচগুলো দেখতে যাচ্ছে।’ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান আরও বলেছেন, ‘১৯৯২ সালে বিশ্বকাপ জেতার পর থেকে ইংল্যান্ডে ১৯৯৯ সালে ফাইনাল খেলেছি, ২০১৭ সালে জিতলাম চ্যাম্পিয়নস ট্রফি। ইংল্যান্ডে আমাদের সব ভালো যায়, তাই আমরা ভালো করতে এবং প্রতিপক্ষককে চ্যালেঞ্জ জানাতে আত্মবিশ্বাসী।’
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার যোগ করেছেন, ‘এটা খুবই উত্তেজনাকর ফরম্যাট। অতীতে আমরা পাঁচটি বা ছয়টি ম্যাচ খেলেছি। কিন্তু এবার অন্য ব্যাপার। প্রত্যেক দলের বিপক্ষে খেলা আমাদের জন্য দারুণ।’
শ্রীলঙ্কার নতুন অধিনায়ক দিমুথ করুণারত্নে বলেছেন, ‘ইংল্যান্ডে আমাদের দারুণ অভিজ্ঞতা রয়েছে। এই কন্ডিশনে মানিয়ে নিতে আমরা আগেভাগে এখানে এসেছি এবং আমরা দারুণ অবস্থায় আছি। আশা করি সেরাটা দিতে পারবো। একটি করে ম্যাচ ধরে ধরে এগোব আমরা।’
সবার শেষে আত্মবিশ্বাসী কণ্ঠে নিজের দলের সম্ভাবনা নিয়ে কথা বললেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মুর্তজা, ‘আমাদের দলে চমৎকার খেলোয়াড়রা আছে, সিনিয়র ও জুনিয়রদের দারুণ মিশেল। ক্রিকেট এমন খেলা যেখানে যে কেউ নিজেদের দিনে যে কাউকে হারাতে। আমরা ভালো শুরুর ব্যাপারে আশাবাদী। আমরা ভালো করতে আত্মবিশ্বাসী, কিন্তু অনেক কিছু নির্ভর করছে শুরুর ওপর।’